ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

কল করেনি নতুন বউ তবুও খুশি নাঈম

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

১৫ মাস পর জাতীয় দলে ফিরেই পেলেন ৬ উইকেট। মাঝে অনেক ঝুট-ঝামেলা গেছে। ইনজুরিতে পড়েছিলেন। সেরে ফেলেছেন বিয়েটাও। তবে গতকাল টেস্টের ক্যারিয়ারসেরা বোলিংয়েও পরও নাকি নাঈমকে কল করেনি তার নতুন বউ! তবুও খুশি এই অফস্পিনার। বলেছেন, ‘ আলহামদুলিল্লাহ। বিয়ের পর প্রথম সিরিজ এটা। প্রথম ম্যাচ আল্লাহর রহমতে ভালো হয়েছে। বউ কল দেয়নি। তাতে সমস্যা নেই আমি খুশি।’ অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়ে আলোচনায় আসেন নাঈম হাসান।

বিজ্ঞাপন
তবে ৭ টেস্ট খেলার পর একাদশে জায়গা হারান। কিন্তু দমে যাননি। দীর্ঘদিন পর সুযোগ পেয়েই দিলেন নিজের সেরাটা। গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে নাঈম বলেন, ‘আসলে ওটা (সুযোগ পাওয়া) টিম ম্যানেজম্যান্টের ব্যাপার। সুযোগ পেলে খেলাটা আমার দায়িত্ব। এখন যদি আমাকে খেলায়, চেষ্টা থাকে শতভাগ দেয়ার, ভালো খেলার। টিম ম্যানেজম্যান্ট খেলাবে নাকি খেলাবে না এটা উনাদের সিদ্ধান্ত।’
ইনজুরির সময়েও প্রস্তুতি চালিয়ে গেছেন নাঈম। অপেক্ষায় থেকেছেন কখন সুযোগ আসবে। অপেক্ষার ফল মিষ্টি হয়েই ধরা দিলো তার হাতে। নাঈম বলেন, ‘ইনজুরির সময়টায় নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। তখন দলের সঙ্গে ছিলাম আমি, খেলার সুযোগ হয়নি। মিরাজ ভাই খুব ভালো খেলছিল, যেটা সত্যি কথা। ব্যাটিং, বোলিং ভালো করেছিলেন, ওই জন্যই সুযোগ পাইনি। ইনজুরির সময় আমার চেষ্টা ছিল নিজেকে ধরে রাখার, প্র্যাকটিস করে প্রস্তুতি নিয়ে রাখা, যেন যখন সুযোগ আসে তখন ভালো খেলতে পারি। দিনশেষে ফল যাই আসুক যেন বলতে পারি শতভাগ এফোর্ট দিয়েছি।’ স্কিলের উন্নতিতে জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ এবং বাংলা টাইগার্সের ক্যাম্পিংয়ের কথা বললেন নাঈম। তিনি বলেন, ‘হেরাথ লাইন-লেন্থের ব্যাপারে বলেছিল, কীভাবে উন্নতি করা যায়। আমরা বাংলা টাইগার্স ক্যাম্পে ছিলাম। তখন সোহেল স্যার ছিল, উনার সঙ্গে কাজ করেছি, কী কী উন্নতি দরকার উনি বলছিল, উনার সঙ্গে কাজ করে ওটা উন্নতির চেষ্টা করেছি। এখানে আসার পর একই কথা। ম্যাচ নিয়ে কথা বলেছিলেন, কী করতে হবে কোন পরিস্থিতিতে।’ ক্যারিয়ারে আগেও দুবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন নাঈম। তবে এবারেরটাকে এগিয়ে রাখছেন তিনি, ‘সব পাঁচ উইকেটই অন্যরকম। এটা খুব ভালো একটা উইকেটে পাঁচ উইকেট পেয়েছি, এজন্য একটু এগিয়ে রাখবো। এই উইকেটে চিন্তা ছিল ভালো জায়গায় বোলিং করা। বেশি ফ্লাইট দিলেও সমস্যা। গতকাল একটু দিয়েছিলাম। আজ লক্ষ্য ছিল ভালো জায়গায় জোরের উপর বল করা।’ অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিরুদ্ধে কট বিহাউন্ডের রিভিউ না নেয়ার বিষয়ে নাঈম বলেন, ‘ আসলে ওটার সাউন্ডই পাই নাই আমরা। ওটা লাগছে শিওর ছিলাম না। বাইরে থেকে মনে হয় অনেক সহজ রিভিউ নেয়া। কিন্তু যারা মাঝখানে থাকে তাদের জন্য কঠিন। কারণ একটা বল যেতে তো বেশি সময় লাগে না। মিনি সেকেন্ডের ভেতরে বল চলে যায়। ম্যাথিউসের যেটা বলছেন, কেউ বুঝি নাই, সাউন্ডই হয় নাই।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status