ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষায় সিরি আ লীগ

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

ইতালিয়ান সিরি আ লীগে শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ম্যাচটিতে জিততেই হতো ইন্টার মিলানকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ এনে দিলেন সেই আরাধ্য জয়। তার জোড়া গোলে রোববার কালিয়ারিকে ৩-১ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে আতালান্তাকে ২-০তে উড়িয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে এসি মিলান। ৩৭ ম্যাচে মিলানের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইন্টার। শেষ রাউন্ডে এসি মিলান ড্র করলেও ইন্টারের সঙ্গে হেড টু হেড রেকর্ডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে। ২২শে মে শেষ রাউন্ডে মিলান খেলবে সাসুওলোর বিপক্ষে। একই দিন সাম্পদোরিয়ার মুখোমুখি হবে ইন্টার মিলান। ওই দুই ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভর করবে সিরি আ’র শিরোপা ভাগ্য।

বিজ্ঞাপন
ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি বলেন, ‘আমরা পিছিয়ে আছি। আমাদের জয় দরকার আর ওদের (এসি মিলান) হার। এমনটা পূর্বে ঘটেছে। আমি যখন লাজিওতে ছিলাম, এমন পরিস্থিতি থেকে লীগ জিতেছি। জুভেন্টাসের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে ছিলাম। এরপর জুভেন্টাস পেরুজিয়ার কাছে হেরে যায়। আমরা শেষ রাউন্ডে জিতে চ্যাম্পিয়ন হই। কাজেই এটা ঘটতে পারে।’ রোববার কালিয়ারির মাঠে ২৫তম মিনিটে ইন্টারকে লিড এনে দেন মাত্তেও ডারমেইন। বিরতির পর ব্যবধান বাড়ান মার্টিনেজ। ৫৪তম মিনিটে কালিয়ারির হয়ে এক গোল শোধ করেন কারালাম্পোস। এরপর ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ইন্টারের তিন পয়েন্ট নিশ্চিত করেন মার্টিনেজ। চলতি সিরি আয় ২১ গোল করেছেন তিনি। ইতালির শীর্ষ লীগে ২৫-এর কম বয়সী ফুটবলারদের মধ্যে মৌসুমে ২০’র বেশি গোল করেছেন মাত্র ৬ জন। তাদের একজন লাওতারো। বাকিরা হলেন, লাওতারোর স্বদেশি মাউরো ইকার্দি, ব্রাজিলিয়ান গ্রেট রোনালদো লিমা, ইতালির জিসেপ্পে মেজ্জা, সান্দ্রো মাজ্জোলা এবং ইতালিও আর্জেন্টিনা উভয় দেশের হয়ে খেলা আন্তোনিও অ্যাঞ্জেলিলো। অন্যদিকে, ঘরের মাঠে এসি মিলানের জয়ের নায়ক রাফায়েল লেয়াও এবং থিও হার্নান্দেজ। ৫৬তম মিনিটে পর্তুগিজ তারকা রাফায়েলের গোলে লিড পায় এসি মিলান। ৭৫তম মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি ফুটবলার হার্নান্দেজ। ২০১০-১১ সালে শেষবার লীগ চ্যাম্পিয়ন হয়েছিল এসি মিলান। কোচ স্তেফানো পিওলির অধীনে এক যুগের আক্ষেপটা ঘুচাতে চায় রোজোনেরিরা। দলীয় কোচ স্তেফানো পিওলি পা মাটিতেই রাখছেন। বলেছেন, ‘আমাদের কাজ এখনও শেষ হয়নি।’
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status