ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

নারীর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে

স্টাফ রিপোর্টার
৫ ডিসেম্বর ২০২২, সোমবার

নারীর প্রতি সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। নারীর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা বর্তমান সমাজে ভয়াবহ রূপ নিয়েছে। পরিবার থেকে সমাজ সর্বক্ষেত্রে নারীকে বৈষম্য ও নির্যাতন-নিপীড়নের শিকার হতে হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। বৈষম্যমূলক আচরণ পরিবর্তন, আইন ও পরিষেবার উন্নয়ন করতে সর্বোপরি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করার জন্য বাংলাদেশসহ বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়া জরুরি। একই সঙ্গে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরে সার্বিক সচেতনতা বৃদ্ধি, সবার সম্পৃক্তকরণ ও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রোববার রাজধানীর তোপখানা রোড়স্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বেসরকারি এনজিও লাইট হাউসের আয়োজনে ও ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় মিডিয়া অ্যাডভোকেসি সভায় এসব অভিমত গণ্যমাধ্যমে তুলে ধরা হয়। লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আয়েশা নার্গীস। এ ছাড়া সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যরা উপস্থিত ছিলেন। আইন ও সালিশ কেন্দ্রের প্রকাশিত তথ্যমতে, দেশে জানুয়ারি-অক্টোবর ২০২২ মধ্যে দেশে ধর্ষিত হয়েছেন ৮৩০ জন নারী, ১৪৮টি যৌন নির্যাতন, ৯৭৫টি শিশু নির্যাতন, ১৭৫ জন নারী স্বামী কর্তৃক খুন, ১২টি এসিড নিক্ষেপ, শিশু হত্যা ৪৩৯টি, ২২ গৃহকর্মী ও ১১৬টি যৌতুক সংক্রান্ত নির্যাতনের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন
যার মধ্যে ৭২টি খুনের ঘটনা রয়েছে। নারী নির্যাতনের ঘটনাবলী বিশ্লেষণে দেখা গেছে, নির্যাতন থেকে রেহাই পায়নি দুই বছরের শিশু থেকে ৭৫ বছরের বৃদ্ধা পর্যন্ত। ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়েরাই সবচেয়ে বেশি ধর্ষণের স্বীকার হয়েছেন। আরও আতঙ্কের বিষয় হচ্ছে যুব ও তরুণরাই অভিযুক্ত হিসাবে আবির্ভূত হচ্ছেন। এমতাবস্থায় নারী ও শিশুসহ সকল জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষ উদ্‌্‌যাপনে গত ২৫শে নভেম্বর থেকে আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’- স্লোগানে নারী ও শিশুসহ সকল জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান কর্মসূচি বাস্তবায়ন করবে বেসরকারি এনজিও লাইট হাউস। সভায় জানানো হয়, নারী ও শিশুসহ সকল জেন্ডারভিত্তিক সহিংসিতার বিরুদ্ধে ‘১৬ দিনের প্রচারণা’ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক পক্ষ। ১৬ দিনের প্রচারণায় নারী ও শিশুসহ সকল জেন্ডারভিত্তিক সহিংসতা ও অপব্যবহারের নেতিবাচক প্রভাব এবং আমাদের সামাজিক কাঠামোর জন্য যে নেতিবাচক মনোভাব রয়েছে তা পরিবর্তনের জন্য ব্যাপক জনসচেতনতা বাড়ানোর প্রতি দৃষ্টি দেয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দেশে লিঙ্গভিত্তিক সহিংসতা, নারী ও শিশুদের ওপর সহিংসতা, বৈষম্যমূলক মনোভাব পরিবর্তন, প্রয়োজনীয় আইন ও পরিষেবা উন্নত করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status