ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

ব্যায়াম করার আগে যে ভুলগুলো করা উচিত নয়

ডা. মো. বখতিয়ার
৫ ডিসেম্বর ২০২২, সোমবার

শরীরের ওজন কমানো, শরীরের সুস্থতা বজায় রাখা ও প্রতিদিনের কর্মচঞ্চলতা বৃদ্ধির জন্য ব্যায়াম খুবই উপকারী। ব্যায়াম করার পূর্বে কিছু ভুল আমাদের শরীরচর্চার উপকারিতা বিফলে যেতে পারে। তাই যে ভুলগুলো এড়িয়ে আমরা প্রতিদিন ব্যায়াম করতে পারি তাহলো- 

ভারী খাবার বা বেশি খাবার না খাওয়া
বেশি খেলে আমাদের দেহ ভারী হয়ে যেতে পারে, আবার ঘুম ঘুম ভাবও আসতে পারে। আর শরীরচর্চার পর পেশি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত রক্ত সঞ্চালন হওয়া ভীষণ প্রয়োজন। কিন্তু শরীরচর্চার আগে ভারী খাবার খেলে তা পরিপাকে চাপ পড়ার কারণে পেশিতে এই রক্ত সরবরাহ ব্যাহত হয়। এ কারণে শরীরচর্চার পর পেশিতে টান লাগতে পারে (মাসল ক্র্যাম্প), বমি ভাবও  হতে পারে। তাই ভারী খাবার খাওয়ার পর অন্তত দুই ঘণ্টা বিরতি দিয়ে শরীরচর্চা করতে হয়। তবে সবচেয়ে ভালো হলো, শরীরচর্চার আগে হালকা কিছু খাবার খেয়ে নেয়া। একমুঠো বাদাম বা ছোলা, ছোট একটি পেয়েরা বা আপেলও খেয়ে নিতে পারেন।  

কি পরিমাণ পানি খাবেন?
শরীরচর্চার আগে যদি ক্লান্তি বোধ করেন তাহলে হালকা পানি পান করে নিতে পারেন।

বিজ্ঞাপন
কোনোক্রমেই বেশি পানি পান করবেন না। বলা হয়ে থাকে শরীরচর্চার আগে মাঝে পরে পানি না খাওয়া একটি মারাত্মক ভুল। শরীর ঠাণ্ডা করতে এবং রক্তের সঞ্চালন ঠিক রাখতে পানির কোনো বিকল্প নেই। শরীরচর্চা চলার সময়ও ১৫ মিনিট অন্তর ১৫০-২০০ মিলি পানি খাওয়া উচিত। শরীরচর্চা শেষে ধীরে সুস্থে পানি খেতে হবে। তবে হঠাৎই অতিরিক্ত ঠাণ্ডা পানি খাবেন না।

শুরুতে ওয়ার্ম আপ করে নিন
খেলাধুলা বা শরীর চর্চার আগে শরীর গরম করে নেয়ার জন্য হালকা ওয়ার্ম করে নিবেন। অনেকে সময় বাঁচানো বা খেয়ালের ভুলে এটি বাদ দেন।  শুরুতে ‘ওয়ার্ম আপ’ করার ফলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, পেশি শিথিল হয়, বিস্তৃত পরিসরে নাড়ানো যায় জয়েন্ট। তাই ভারী ব্যায়াম (যেমন পেশির স্ট্রেচিং) শুরুর আগে ৫-১০ মিনিট হালকা হাঁটাহাঁটি, জগিং বা ধীরে-সুস্থে সাইকেল চালিয়ে ‘ওয়ার্ম আপ’ করে নেয়া আবশ্যক। শরীরচর্চা শেষে শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ‘কুল ডাউন’ অর্থাৎ হালকাভাবে পেশি স্ট্রেচিং করতে হবে কিছুক্ষণ।

ডায়াবেটিস রোগীদের শরীরচর্চা
ডায়াবেটিস রোগীদের  প্রতিদিনের গাইডলাইনে থাকা ব্যায়ামগুলো করতে হবে। নিজে থেকে ব্যায়াম না করাই ভালো। মনে রাখতে হবে একজন ডায়াবেটিস রোগী নিয়মিত শরীরচর্চা করলে ইনসুলিনের প্রয়োজনীয়তা না লাগতে পারে। এত পয়সা বাঁচবে, শরীরও সুস্থ থাকবে।  

সঠিক দেহভঙ্গি
শরীরচর্চার জন্য চাই সঠিক দেহভঙ্গি খুবই প্রয়োজন। সঠিক দেহভঙ্গি একজন মানুষের ব্যক্তিত্বের ওপরও ছাপ ফেলে। শরীর চর্চার সময় সঠিক দেহভঙ্গি না করলে  বাড়তে পারে ব্যথা-বেদনা। এ ছাড়া শরীরচর্চার সুফলটাও সঠিকভাবে পাওয়া যায় না বলে মনে করা হয়। তাই আপনি যদি শরীরচর্চা শুরু করেন তাহলে অনলাইনের মাধ্যমে বা আপনার স্মার্ট ফোনের  সাহায্যে বা নিকটস্থ ট্রেইনারের মাধ্যমে সঠিক দেহভঙ্গি জেনে নিন। মনে রাখবেন ভুল শরীরচর্চা কিংবা ওজন তোলার সময় ভুল দেহভঙ্গির কারণে ঘটতে পারে দুর্ঘটনাও। ওজন তোলার সময় পিঠ সোজা রাখুন, কাঁধ সামনের দিকে ঝুঁকিয়ে ফেলা যাবে না। হাঁটা বা দৌড়ানোর সময়ও বজায় রাখতে হবে সঠিক দেহভঙ্গি।

শরীরচর্চার সময় খুব বেশি মনোযোগ না দেয়াই ভালো। কারও সঙ্গে  হালকা কথাবার্তা চলতেই পারে, কিন্তু শরীরচর্চায় নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না।  যদি আপনার  নির্ধারিত শরীরচর্চাগুলো শেষ হয়ে যায় তারপর আপনার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে ধীরে সুস্থে স্থান ত্যাগ করুন।
লেখক: জনস্বাস্থ্য গবেষক এবং ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতাল, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status