ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

প্রধানমন্ত্রীর বিশেষ বার্তার অপেক্ষায় চট্টগ্রামবাসী

কাজী সোহাগ, চট্টগ্রামের পলোগ্রাউন্ড থেকে

(১ বছর আগে) ৪ ডিসেম্বর ২০২২, রবিবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন

mzamin

চট্টগ্রাম আওয়ামী লীগ নেতারা আগেই ঘোষণা দিয়েছেন আজকের ঐতিহাসিক পলোগ্রাউন্ডের জনসভায় বিশেষ বার্তা দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাদের এ ধরনের প্রচারণায় উৎসাহ উদ্দীপনা বেড়েছে এখানকার নেতাকর্মীদের মাঝে। সমাবেশের সময় দুপুর দুইটা নির্ধারণ করা হলেও সকাল সাড়ে সাতটা থেকে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলের দিকে আসতে শুরু করেন। নানা ধরনের বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল নিয়ে তারা প্রবেশ করেন পলোগ্রাউন্ড মাঠে। দুপুর ১২টার আগেই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টায় দেখা যায়, মাঠের বাইরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন গ্রুপে তাদের অনেককে বসে থাকতে দেখা যায়। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা মানবজমিনকে জানান, দীর্ঘ ১০ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসছেন দলীয় কর্মসূচি নিয়ে। এ কারণে আমাদের মাঝে বাড়তি উৎসব ও উদ্দীপনা বিরাজ করছে। কারণ চট্টগ্রাম রাজনীতির জন্য নতুন বার্তা দেবেন বলে জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি ধরনের বার্তা দেয়া হবে জানতে চাইলে তারা বলেন, অবশ্যই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক বার্তা হবে সেটা।

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের জন্য অনেক কিছু করেছেন। অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব কারণে স্বাভাবিকভাবেই চট্টগ্রামবাসী আনন্দিত, খুশি। তারা জানান, ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম আওয়ামী লীগ আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চাই। নেতারা জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে সেটা জানাবেন আমাদের দলীয় সভাপতি শেখ হাসিনা। 

আমরা তার নির্দেশনা মেনে আজ থেকেই আগামী নির্বাচন পর্যন্ত কাজ শুরু করব। জনগণের দ্বারে দ্বারে যাব। তাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বলব। ভোট প্রার্থনা করব। এদিকে জনসমাবেশে আসা তৃণমূল নেতাকর্মীরা মানবজমিনকে বলেন, আমরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিতে এসেছি। তিনি কি নির্দেশনা দেন তা জানতে এসেছি। তার নির্দেশনা মেনেই আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করব। তারা জানান, চট্টগ্রামবাসী আওয়ামী লীগ সরকারকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। চট্টগ্রামে যে ধরনের উন্নয়ন হয়েছে তা অতীতে কোন সরকার করতে পারেনি। মিরসরায় থেকে আসা নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, জনসমাবেশে অংশ নিতে গতকালই চট্টগ্রাম শহরে এসে পৌঁছেছি। দশ বছর পর আমাদের নেত্রী আমাদের শহরে আসছেন তার কথা শুনতে চাই, নির্দেশনা জানতে চাই।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন/ যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status