ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

নারী নির্যাতনকারীরা যেন প্রার্থিতার সুযোগ না পায়- মহিলা পরিষদ

স্টাফ রিপোর্টার
১৭ মে ২০২২, মঙ্গলবার

নারী নির্যাতন মামলার আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ না দেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অনুরোধ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। 
সোমবার (১৬ই মে) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম-এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সিইসি’র সঙ্গে সাক্ষাৎ করে এমন অনুরোধ করে সংগঠনটি। এই সময় নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন। 
সিইসি’র সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনটির সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো-নির্বাচনী পুরো প্রক্রিয়াটায় নারীরা যেন স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে, সেই রকম একটি নির্বাচনী পরিবেশ যেন তৈরি করা হয়।
তিনি বলেন, বিশেষ করে ভোটকেন্দ্র যদি বাড়ানো হয়, তাহলে মেয়েদের নিরাপত্তাটা একটু বাড়তে পারে। নারীরা যেন ভোট দিতে ঠিকমতো কেন্দ্রে আসতে পারে, সেই জন্য ভোটের আগে থেকে যে প্রেসার থাকে, ভোটের পরবর্তীতে যে নির্যাতনগুলো হয়, সেগুলোর বিষয়ে আগে থেকেই একটি প্রটেক্টিভ মেজার নিয়ে রাখতে বলেছি। 
তিনি আরও বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যেন এটা খেয়াল রাখা হয় যারা ঋণখেলাপি, মামলার আসামি, যারা নারী নির্যাতন মামলার আসামি, যারা নারীর স্বাধীনতার বিরুদ্ধে, যারা সামপ্রদায়িক, যারা সামপ্রদায়িকতা উস্কাচ্ছে তারা যেন নির্বাচনে প্রার্থী হতে না পারেন। সেদিকে যেন উনারা নজর রাখেন।
তিনি বলেন, নির্বাচনী ব্যয় যেন কমানো হয়, পেশি, ক্ষমতার খেলা, অর্থের খেলা সেই জায়গাটা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেটিও বলেছি। 
আমরা লিখিতভাবে এই বিষয়ে প্রত্যেক নির্বাচন কমিশনারের কাছে দিয়েছি। সেখানে মূল কথাটা হচ্ছে নারীরা যেন নির্বাচন প্রক্রিয়ায় যথাযথভাবে সম্পৃক্ত হতে পারে। নির্বাচনের সময় দায়িত্বে থাকা নারী অফিসারদের নিরাপত্তার কথাও বলেছি। তিনি বলেন, আমাদের দাবি-দাওয়ার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার একমত হয়েছেন। সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে তার যতটুকু ক্ষমতা আছে, তার মধ্য থেকে যতটুকুু করা যায় তা করার চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।

 

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status