খেলা
ভারতের বিপক্ষে ‘৩-০’ হলে খুশি লিটন
ইশতিয়াক পারভেজ
৪ ডিসেম্বর ২০২২, রবিবারএক সময় বাংলাদেশে নিজেদের দ্বিতীয় সারির দল পাঠাতো ভারত। কিন্তু সময় বদলে দিয়েছে সব কিছু। যেখানে ভারত-পাকিস্তান মানেই ছিল ক্রিকেটে টান টান উত্তেজনা সেখানে এখন জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুই দলের ম্যাচ মানেই এখন টান টান উত্তেজনা। আর মাঠের লড়াই দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও দারুণ চ্যালেঞ্জ। রোহিত শর্মা, বিরাট কোহলিরা এখন টাইগারদের কোন ভাবেই ছোট করে দেখেন না। বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান বদলে ফেলেছে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দলটি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমার মনে হয় তারা খুব ভালো দল। তারা এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না। আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত।
বিজ্ঞাপন
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব পেয়েছেন ওপেনার ব্যাটসম্যান লিটন দাস। ঘরের মাঠের সুবিধা ও নিজ ভক্তদের সমর্থনকে সঙ্গে নিয়ে ২০১৫ সালের পর প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সেবার ৭ বছর আগে দুই দলের দেখায় তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে যা ছিল টাইগারদের একমাত্র সিরিজ জয় । হোম কন্ডিশনে খেলা হওয়ায় সেই ফলাফলের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে না পারার কোন কারণ দেখছেন না লিটন। তিনি বলেন, ‘ঘরের মাঠে খেলা আমাদের জন্য বড় একটি সুবিধা। আমরা যখন ঘরের মাঠে খেলি, সবসময় আমাদের লক্ষ্য থাকে সিরিজ জয় করা। এবারও এর ব্যতিক্রম নয়।’ তিনি বলেন, ‘অবশ্যই ভারত খুব ভালো দল এবং অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকার কারণে তারা শক্তিশালী। কিন্তু আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন কিছুই ঘটতে পারে। আমি মনে করি, আমাদের ব্যাটিং ইউনিট বেশ থিতু। এছাড়া ভালো বোলিং এবং ফিল্ডিং ইউনিট আমাদের রয়েছে। তাদের হারাতে না পারার কোন কারণ নেই। তবে এজন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সর্বশেষ হেরেছিল বাংলাদেশ। সর্বশেষ পাঁচ ম্যাচে জয় না পেলেও ভারতকে হারানোর সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিছু সময় ভাগ্য সঙ্গে ছিল না আবার কখনও-কখনও বাজে ফিল্ডিং বা ব্যাটিং ব্যর্থতায় নিজেদের ভুলেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এমনকি গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাসের বিধ্বংসী ইনিংসে ভারতকে হারানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি টাইগাররা। এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত ৩৬বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। ভারতের জয় ৩০টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ভারতের অধিনায়কও মনে করেন লড়াই সহজ হবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। যতবারই আমরা তাদের সাথে খেলেছি ততবারই দারুণ লড়াই হয়েছে।’
ওপেনিংয়ে ওয়ানডেতে বাংলাদেশের এক নম্বর পারফরমার তামিম। ২৩১ ম্যাচে ৮০৭৪ রান করেছেন তিনি। সর্বাধিক ১৪টি সেঞ্চুরি এবং ৫৫টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। তার অভাব কতটা মেটাতে পারবেন এনামুল হক বিজয়, লিটন দাস ও শান্তরা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়াও দলের অন্যতম সেরা পেস বোলার তাসকিন আহমেদকেও পাচ্ছেন না এই সিরিজে। এ নিয়ে অধিনায়ক লিটন মনে করেন যারা দলে আছে তারাও যোগ্য। তিনি বলেন, ‘যারা আছে ওরাও ভালো করার সামর্থ্য রাখে। আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ৩-০ হলে আমি খুশি।’