ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে ফিরে এসেছে বাঙালির আত্মমর্যাদা: প্রফেসর ড. মশিউর রহমান

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ৮:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৫ অপরাহ্ন

mzamin

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন. জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে বাঙালির আত্মমর্যাদা ফিরে এসেছে। তার ফিরে আসার সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। ফিরে এসেছে জাতির পিতার আদর্শ বাস্তবায়নের সকল পথ। আমরা ফিরে পেয়েছি ভাত এবং ভোটের অধিকার। বাঙালি খুঁজে পেয়েছে বিশ্বালয়ে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি। সোমবার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: মুক্তিযুদ্ধের চেতনার পুন:প্রতিষ্ঠা, গণতন্ত্রের উত্তরণ এবং সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সম্মানিত আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মশিউর রহমান বলেন, সবহারা একজন মানুষ হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে আসলেন। তিনি যখন ফিরলেন তার সামনে অনেক চ্যালেঞ্জ। জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়কের হত্যাকারীরা আদর্শকে হত্যা করতে চেয়েছিল, বিদীর্ণ করতে চেয়েছিল আমাদের পতাকাকে। সেইসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে এসেছিলেন তিনি। তিনি পুরোটা পথ একা হেঁটেছেন।

বিজ্ঞাপন
তার সঙ্গে বাংলাদেশ হেটেছে। নানা চাপ এসেছে কিন্তু শক্তভাবে সবকিছু সামাল দিয়েছেন। সেই পথ হাঁটায় তিনি বিজয়ী। সেই পথ হাঁটায় প্রতিষ্ঠা পায় আত্মমর্যাদার পদ্মাসেতু। সেই পথ হাঁটায় বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করা যায়, একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের বিচার করা যায়, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যায়। এসব তিনি একক নেতৃত্বে করেছেন। তিনি চেয়েছেন বাংলাদেশকে স্বাধীন শক্তির ওপর দাঁড় করিয়ে আগামী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে।

ভিসি বলেন, আমি মনে-প্রাণে বিশ্বাস করি, বাঙালির যে অকুণ্ঠ সমর্থন গোপালগঞ্জের বঙ্গবন্ধু পরিবার পেয়েছে- সেটির মধ্যে যদি দুর্নীতি, অসততা, পেছন থেকে সরে দাঁড়ানো না থাকে, খন্দকার মোশতাকরা জন্ম না নেয়- তাহলেই শেখ হাসিনার জন্য অনেক কিছু করা হয়। আসুন, আমরা সেই শপথ গ্রহণ করি- আমাদের মধ্যে যেন আর কোনো খন্দকার মোশতাক, জেনারেল জিয়া, এরশাদ, মঈন উদ্দিনরা জন্ম নিতে না পারে। সেটি যদি নিশ্চিত করা যায় তাহলে শেখ হাসিনার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। একটি স্নোগানই পারে সেটি নিশ্চিত করতে- জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং  আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজ বিজ্ঞানের অধ্যাপক ড. সাদেকা হালিম, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, সাংবাদিক সুভাস সিংহ রায় প্রমুখ।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status