ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বিসিসি কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেফায়েত হোসেন রনির (৩৫) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এক তরুণী। রনি নগরীর ৫নং ওয়ার্ড বৌবাজার এলাকার রফিকুল ইসলাম মনজুর ছেলে।
গতকাল বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করে নগরীর ১৪নং ওয়ার্ড কালুশাহ সড়ক এলাকার এক বাসিন্দা।
এদিকে, বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ই জুন ২০২২ এর মধ্যে বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) বরিশালকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে।
আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ৪/৫ মাস পূর্বে কাউন্সিলর রনির সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সদ্য এইচএসসি পাস করা ঐ তরুণীর। একপর্যায়ে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনি ওই তরুণীকে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহের প্রস্তাব দিলে ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় দুজনের। পরবর্তীতে তারা দুজনেই বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে দেখা করতো। এছাড়াও রনি প্রায় সময়ই তরুণীকে তার বাসায় যাওয়ার প্রস্তাব দিতে থাকে। সবশেষ ঘটনার দিন ৭ই মে বিকাল ৪টায় রনি মোবাইল ফোন করে জরুরি কথা আছে বলে ওই তরুণীকে বাসায় ডেকে আনে। পরে রনি তার নিজ বাসার ২য় তলায় নিয়ে বিবাহের মিথ্যে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরদিন রাত ৮টায় পুনরায় তরুণীকে তার বাসায় ডেকে নিয়ে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই তরুণী বিয়ের জন্য আসামি রনিকে চাপ দিলে ১২ই মে রাতে তার বাসায় ডেকে নিয়ে মারধর করে দেয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার সঙ্গে সম্পর্কের সকল এভিডেন্স ডিলিট করে দেয়।

বিজ্ঞাপন
পাশাপাশি এ বিষয়ে মুখ খুললে হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় ১৪ই মে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওয়ার্ড কাউন্সিলর রনি। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা কেফায়েত হোসেন রনি সাংবাদিকদের বলেন, একটি কুচক্রী মহল সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। আমি ওই মেয়েকে চিনি না। আসলে আর কিছুদিন পর সিটি নির্বাচন। তাই নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষরা এই মিথ্যা মামলা দিয়ে নাটকটি সাজিয়েছে। রনি আরও বলেন, আমার বাসার চারদিকে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা আছে। প্রশাসন চাইলে সিসি টিভি ফুটেজ যাচাই-বাছাই করে দেখতে পারে, আমার বাসায় কবে কে আসছে আর গেছে। তিনি বলেন, কিছুদিন ধরে কয়েকটি অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে বিয়ের জন্য বলে। এ ঘটনায় আমি কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে রেখেছি।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status