ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিশ্ববিদ্যালয়ের বাসে জাবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে একদল সিনিয়র শিক্ষার্থী কর্তৃক এক জুনিয়রকে মারধরের অভিযোগের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা। ঘটনায় ভুক্তভোগী সংগ্রাম ইসলাম গণিত বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। গতকাল বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ভুক্তভোগী সংগ্রাম ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আদনান শাকিলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে বলা হয়, ১২ই মে ক্যাম্পাস থেকে বঙ্গবাজারগামী বিকাল ৪টার বাসে আচমকা গাড়ির ব্রেক করলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী শাহাদাতের গায়ের উপর পড়ি। আচমকা ব্রেক করার কারণ জানতে চাইলে ৪৭ ব্যাচের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান শাকিল  আমার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেয় এবং  ঘুষি-থাপ্পড় মারে। আমি প্রতিরোধ করতে গেলে শাকিলের সঙ্গের কিছু শিক্ষার্থী আমার হাত ধরে ফেলে। মারধরের একপর্যায়ে শাকিল ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আসে এবং স্ট্যাম্প দিয়ে আমার পা ও পেছনে আঘাত করে। এতে করে স্ট্যাম্প ভেঙে যায়।

বিজ্ঞাপন
আহত সংগ্রামকে ফেলে অভিযুক্ত শাকিল ও তার বন্ধুরা বাসে উঠে চলে যায় এবং ‘তুই কামাল উদ্দিন হলে থাকিস না? তুই শুধু ক্যাম্পাসে আয় তোরে মেরে ফেলবো’ বলে হুমকি দেয়। এদিকে মানববন্ধনে গণিত বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আশিক বলেন, ‘বাসে আমি ও সংগ্রাম একসঙ্গে বসে ছিলাম। ড্রাইভার হঠাৎ ব্রেক করায় ব্যথা পাওয়ায় বাস চালকের সঙ্গে সংগ্রামের বাকবিতণ্ডা হয়। এ সময় বাসে থাকা সিনিয়র তার কাছে পরিচয় চাইলে সে পরিচয় না দিলে তারা তাকে কলার ধরে বাস থেকে নামিয়ে পাঁচ-ছয় জন মিলে মারধর করে।’ ভুক্তভোগী সংগ্রাম ইসলাম বলেন, ‘কিছু বলার ভাষা আমার নেই। আমাকে তারা নৃশংসভাবে মেরে আহত করেছে। আমার চিকিৎসা এখনো চলছে। প্রশাসনের কাছে আমার দাবি যারা আমাকে মেরে আহত করেছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হোক।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান বলেন, ‘আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ পেয়েছি। যেহেতু হামলাকারীদের সবাইকে ওই শিক্ষার্থী চিনতে পারেননি এজন্য তদন্ত করতে একটু সময় নিচ্ছি। সুষ্ঠু বিচারের জন্য যা যা করার প্রয়োজন আমরা সবটুকু করবো।’ তদন্তের দায়িত্ব পাওয়া সহকারী প্রক্টর ও সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থী, বাসের হেলপার ও ড্রাইভারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং সিসিটিভি ফুটেজের বিষয়ে টেকনিক্যাল এলাকার পুলিশের সঙ্গে কথা বলেছি। দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।” মারধরের বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে আদনান শাকিলকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status