ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

অমানবিক

শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত নারীকে টেনে নিয়ে গেল প্রাইভেটকার

স্টাফ রিপোর্টার
৩ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

নির্মম! মর্মান্তিক! হৃদয়বিদারক। বোনের স্বামীর মোটরসাইকেলে করে হাজারীবাগ যাচ্ছিলেন রুবিনা আক্তার (৪৫)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আসামাত্র একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে ওই গাড়ির সামনে পড়ে যান রুবিনা। আর রাস্তার পাশে তার বোন জামাইও পড়ে যান। কিন্তু গাড়ির সামনে রুবিনা পড়লেও চালক গাড়ি না থামিয়ে চালাতে শুরু করেন। এতে করে রুবিনার ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে আটকা পড়ে যান। এভাবে ওই গাড়ি চালক আটকে পড়া রুবিনাকে নিয়েই টিএসসি মোড় হয়ে নীলক্ষেতের দিকে বেপরোয়া গাড়ি চালিয়ে যেতে থাকেন। আর তার পেছনে পেছনে প্রত্যক্ষদর্শীরা ছুটতে থাকেন। পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে চালককে আটকে রুবিনাকে উদ্ধার করেন পথচারীরা। আর ওই চালককে দেন গণপিটুনি।

বিজ্ঞাপন
গতকাল বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে চালক ও রুবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকাল সাড়ে ৪টার দিকে ওই নারীর মৃত্যু হয়। আহত চালকের চিকিৎসা চলছে এখনো।  রুবিনা আক্তার (৪৫) রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনিপাড়ায় থাকতেন। তার স্বামী এক বছর আগে মারা গেছেন। তাদের এক সন্তান রয়েছে। চালকের আসনে থাকা ব্যক্তির নাম আজহার জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। ২০০৭-২০০৮ সালের দিকে নৈতিক স্থলনের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, শাহবাগ থেকে টিএসসি’র দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই শিক্ষক। গাড়িতে তিনি একাই ছিলেন। গাড়ির নম্বর-ঢাকা মেট্রো-ক ০৫-০০৫৫। চারুকলা অনুষদের উল্টোপাশে আসামাত্র মোটরসাইকেলে ধাক্কা দেয়ার পর তিনি অনেকটা ভয় পেয়ে যান। চাপাপড়া নারীর ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। কিন্তু তিনি গাড়ি না থামিয়ে নারীকে প্যাঁচানো অবস্থায় চালাতে থাকেন। আহত ওই নারীকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যান। এ সময় আশপাশের ক্ষুব্ধ জনতা তার পেছন থেকে ধাওয়া দেয়। এতে গাড়ির গতি আরও বাড়িয়ে দেন তিনি। নীলক্ষেতে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলে গনপিটুনি দেয়। গাড়িটিও ভাঙচুর করে।  প্রত্যক্ষদর্শী আনোয়ার নামের এক যুবক জানায়, গাড়িটির চালক রুবিনাকে ঠেলে নিয়েই চালাতে শুরু করেন। এই দৃশ্য দেখে অনেকেই গাড়ির পেছন ছুটে আটকানোর চেষ্টা করে। কিন্তু বেপরোয়া গতি থাকায় কেউ থামাতে পারেননি। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের দিকে পালানোর সময় তাকে আটকানো হয়। গাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়।  নিহত রুবিনা আক্তারের বোন জামাই বলেন, রুবিনা আমার সঙ্গে মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। আমরা চারুকলা অনুষদের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনেহিঁচড়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে আসে। আমি পেছন থেকে প্রাইভেটকারের চালককে ডাকতে ডাকতে এক কিলোমিটার চলে আসি। কিন্তু চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড় এলাকায় আসলে আশপাশের লোকজন গতিরোধ করে চালককে গণধোলাই দেয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  শাহবাগ থানার পরিদর্শক আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মোটরসাইকেলে থাকা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত জাফর শাহ নামে এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status