ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনার টন টিভিতে কোলম্যান ‘বাংলাদেশের এই উন্মাদনা নতুন নয়’

স্পোর্টস রিপোর্টার
৩ ডিসেম্বর ২০২২, শনিবার
mzamin

২০০৫ সালে কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির সহকারী হয়ে বাংলাদেশে এসেছিলেন অ্যারিয়েল কোলম্যান। ক্রুসিয়ানি জাতীয় দলে বেশিদিন স্থায়ী হতে পারেননি। ২০০৬ সালেই বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন এই আর্জেন্টাইন কোচ। বিদায় নিতে হয় কোলম্যানকেও। তবে ক্রুসিয়ানি চলে গেলেও তখন থেকেই বাংলাদেশে আছেন কোলম্যান। দীর্ঘদিন ধরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ট্রেনার হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা তাই তার কাছে নতুন নয়। তবু এবার যেন উন্মাদনা অতীত ছাপিয়ে গেছে। এবার উন্মাদনায় বাড়তি যা যোগ হয়েছে তা হলো বাংলাদেশের এই মাতামাতির খবর পৌঁছে গেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। আর্জেন্টিনার পেশাদার লীগের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মেসির হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ধরিয়ে যে কোলাজ উপহার দিয়েছে তা এ দেশের ভক্তদেরও মন কেড়ে নিয়েছে। 

মেক্সিকোর বিপক্ষে ম্যাচের দিন বাংলাদেশের একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা আর্জেন্টিনার জার্সি পরেই চলে এসেছিলেন খবর পড়তে, সেটা আর্জেন্টাইনদের জন্য ছিল ঘোর বিস্ময়।

বিজ্ঞাপন
দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ফলাও করেই ছেপেছে সেই খবর। ওদিকে ফিফা আপলোড করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনার জয় দেখে হাজারো শিক্ষার্থীর উল্লাসের ছবি। দেশজুড়ে আর্জেন্টাইন ভক্তদের যে মাতামাতি সেটা তুঙ্গে উঠেছিল পরশু রাতে পোল্যান্ডকে হারিয়ে আলবিসেলেস্তারা শেষ ষোলোয় পা রাখাতে। এদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শহরের নানা জায়গা এবং দেশের নানা প্রান্তে আকাশি-সাদা ভক্তরা বড় পর্দায় খেলা দেখে উল্লাস করেছেন। অলিগলিতে রাতের আঁধার প্রকম্পিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসে। গতকাল সকালে আর্জেন্টিনার স্থানীয় টেলিভিশন চ্যানেল টন টিভির লাইভ অনুষ্ঠানে সাক্ষাৎকার নেওয়া হয় শেখ জামাল ক্লাবের ট্রেনার হিসেবে কর্মরত কোলম্যানের।

 স্প্যানিশ ভাষায় দেওয়া সেই সাক্ষাৎকারের বিষয়ে কোলম্যান মানবজমিনকে বলেন, ‘আসলে আর্জেন্টিনার মানুষের কাছে বাংলাদেশের এই মাতামাতি একটা বিস্ময়। সেখানে অনেকে জানতোও না এই দেশটা কোথায়। এখন সবাই জানতে চাইছে। আসলে সেটাই আমার কাছে জানতে চাওয়া হয়েছে। আমি বলেছি এদেশের মানুষ ফুটবল পাগল। দেশের ফুটবলে সফলতা এলেও এদেশের মানুষ ক্রেজি হয়ে যায়। আমি বাংলাদেশের মেয়েদের সম্প্রতি শিরোপা জয়ের পর উন্মাদনার গল্পও সাক্ষাতকারে বলেছি।’ বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি আখ্যা দিয়ে কোলম্যান বলেন, ‘বাংলাদেশ তো আমার দ্বিতীয় বাড়ি। এই যে বিশ্বকাপের সময়টায় এখানে পড়ে আছি, একটুও একা লাগছে না, মনেই হচ্ছে না স্বজনদের কাছে নেই।’ কোলম্যানের বিশ্বাস আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি এবার উঁচিয়ে ধরবেন সোনালি ট্রফি।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status