ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বোনের হত্যাকারীদের শাস্তির দাবি ভাইয়ের

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার

বোনকে হত্যার অভিযোগ করেছেন সুনামগঞ্জ সদরের তেলিকোনা গ্রামের মৃত শরিফ আহমদের ছেলে তাইজুল হাসান জুনেদ। একইসঙ্গে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসির অভিযোগ করে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। গতকাল সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দুই ভাই এক বোন ছিলাম। বর্তমানে আমরা নগরীর সুবিদ বাজার ফাজিলচিশত এলাকায় বসবাস করি। আমার একমাত্র ছোট বোনকে গত ২৪শে এপ্রিল নগরীর সাগরদীঘিরপাড় ৬০নং রেজিয়া ভবনের টিনশেড রুমে সুবিদবাজার হাজীপাড়া এলাকার রইছ মিয়ার পুত্র সোবহান আহমদ মিলন তার সহযোগীদের নিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে এটিকে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে। তাইজুল হাসান জুনেদ বলেন, আমার বোনের এর আগে একটি বিয়ে হয় সুনামগঞ্জের বাসিন্দা বর্তমানে নগরীর মদিনা মার্কেট এলাকায় বসবাসকারী সাদ্দাম হোসেনের সঙ্গে। এরই মাঝে তাদের বাসায় যাতায়াতের সুবাদে এসএমপির এয়ারপোর্ট থানার সুবিদবাজার হাজীপাড়ার রইছ মিয়ার ছেলে সোবহান আহমদ মিলনের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গোপনে আমার বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মিলন।

বিজ্ঞাপন
পরে নানা রকম লোভ-লালসা দেখিয়ে ফুসলিয়ে আমার বোনকে তার স্বামীর অজান্তে বাসা থেকে বের করে নিয়ে আসে। পরে মৌখিকভাবে বিয়ে করে আমার বোন ও ভাগ্নিকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে থাকতো। এমন পরিস্থিতিতে একপর্যায়ে মিলন আমার বোনের সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক মানসিক নির্যাতন করতে থাকে। সর্বশেষ মিলন আমার বোনকে নিয়ে নগরীর সাগরদীঘিরপাড় ৬০নং রেজিয়া ভবনে রটিনশেড রুমে ভাড়াটিয়া হিসেবে ওঠে। এই বাসায় গত ২৪শে এপ্রিল মিলন ও তার সহযোগীরা একত্রিত হয়। সবাইকে পেয়ে আমার বোন আবারো কাবিনের জন্য মিলনকে চাপ দেয়। তখন তারা সাফ জানিয়ে দেয় কাবিন দেবে না। তিনি আরও বলেন, ওইদিন বিকাল সাড়ে পাঁচটার দিকে মিলন তার বন্ধু ইজদানীসহ অন্যদের নিয়ে আমার বোনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। আমার ৪ বছর বয়সী ভাগ্নি সোহা এই লোমহর্ষক ঘটনাটি দেখে এবং সে প্রায় ৪ ঘণ্টা লাশের সঙ্গে খেলা করে। আমার ভাগ্নির জবানবন্দি শুনলে অনেক কিছুই বের হয়ে আসবে। আমরা তার কথাগুলো রেকর্ড করে রেখেছি।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status