ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

আইজিপিকে গায়েবি মামলার তালিকা দিলো বিএনপি

নয়াপল্টনেই সমাবেশের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
২ ডিসেম্বর ২০২২, শুক্রবার
mzamin

রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও ‘গায়েবি’ মামলার তালিকা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) দিয়েছে বিএনপি। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি ও মামলার তালিকা নিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের  সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রতিনিধি দল। চিঠিতে পুলিশের দায়ের করা ‘গায়েবি’ মামলাসমূহ প্রত্যাহারে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শকের কাছে আহ্বান জানিয়েছে দলটি। ৪ সদস্যের বিএনপি প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে ডিএমপি কমিশনার ফারুক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপিকে দেয়া চিঠিতে বলা হয়, ঢাকার প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিস্তারিত তথ্যসহ তালিকা প্রস্তুত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 সম্প্রতি পুলিশ কর্তৃক রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দায়ের এবং মানবাধিকার লঙ্ঘন চরমতম পর্যায়ে পৌঁছেছে। কয়েকটি পত্রিকার প্রতিবেদন তুলে ধরে চিঠিতে আরও বলা হয়, গত আগস্ট থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত ১৬৯টি গায়েবি ও মিথ্যা মামলা হয়েছে। সেখানে নাম ধরে আসামি করা হয়েছে ৬ হাজার ৭২৩ জনকে এবং বেনামে আসামি করা হয়েছে ১৫ হাজার ৫০ জনকে। বলা হয়েছে, পত্রিকার খবরের মূল প্রতিপাদ্য হলো, চলতি মাসেই পুলিশ বাহিনী যে গায়েবি মামলা করেছে, সেসব মামলার সব আসামি বিএনপি’র নেতাকর্মী, একই ঘটনায় দুই থানায় পৃথক মামলা হয়েছে, বাদী নিজেই জানেন না আসামির সংখ্যা কতো, সাক্ষীও বিস্ফোরণ শোনেননি এবং ঘটনাস্থলের বাসিন্দারা কিছুই জানেন না। মামলার বাদী পুলিশ কিংবা আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অধিকাংশ মামলার অভিযোগ হুবহু এক।

বিজ্ঞাপন
সারা দেশের জেলা উপজেলায় এমনকি ইউনিয়ন লেভেল পর্যন্ত নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। কতিপয় অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের জন্য গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যা প্রত্যাশিত নয়। 

 প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিদের সঙ্গে আলাপকালে বরকত উল্লাহ বুলু বলেন, গায়েবি মামলার তালিকা আইজিপি’র কাছে দিয়েছি। এ নিয়ে আমরা কথা বলেছি। উনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। বিভিন্ন পাড়া-মহল্লায় আমাদের নেতাকর্মীদের যেভাবে হয়রানি করছে, গ্রেপ্তার করছে, সে বিষয় তুলে ধরেছি। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন বোমা ফাটিয়ে মিথ্যা মামলা দিচ্ছে। নেতাকর্মীদের হয়রানি করছে, গ্রেপ্তার করছে, বাড়ি তল্লাশি করছে। আমরা এর প্রতিকার চেয়েছি। উনি (আইজিপি) বলেছেন এগুলো খতিয়ে দেখবেন। গায়েবি মামলার চিত্র তুলে ধরে তিনি বলেন, বুধবার হাইকোর্ট থেকে বিভিন্ন জায়গার সাড়ে চারশ’ নেতাকর্মী জামিন নেয়ার পর হাইকোর্টের গেট থেকে ৫০ জনকে তাদের ল-ইয়ার্স সার্টিফিকেট ছিঁড়ে ফেলে গ্রেপ্তার করেছে। নরসিংদীতে একটা মামলা দিয়েছে গায়েবি মামলা। সেই মামলায় উল্লেখ আছে চলো চলো, ঢাকায় চলো, বেগম খালেদা জিয়া জিন্দবাদ, তারেক রহমান জিন্দাবাদ বলে ৫/৬টি ককটেল ফাটিয়েছে। এজন্য এই মামলা দেয়া হয়েছে। 

আমরা বলেছি যে, আমি যদি আমার লোকজনকে ঢাকায় আসার জন্য দাওয়াত দেই তাহলে আমি বোম ফাটাবো কেনো? তাহলে তো মানুষ আতঙ্কিত হবে তারা সমাবেশে আসবে না। এভাবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। বৈঠকে সমাবেশের বিষয় আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বুলু বলেন, সমাবেশ নিয়ে উনারা কথা বলেছেন। আমরা বলিনি। আমরা বলেছি এটা (সমাবেশ) পল্টনে করতে চাই। সমাবেশের স্থলের বিষয়ে আমরা দুইটা চিঠি ওনাদেরকে দিয়েছি। একটা ১৩ই নভেম্বর ও আরেকটা ২০শে নভেম্বর। দুইটা চিঠিতে আমরা নয়াপল্টনের স্থান চেয়েছি। আমরা কোনো দ্বিতীয় স্থান চাইনি। ওনারা (আইজিপি’র দপ্তর) বলেছেন যে, আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে করেন, আমরা সব সহযোগিতা করবো। আমরা বলেছি এটা আমাদের আজকের বিষয় না। আমরা যে বিষয়টি নিয়ে এসেছি তার সঙ্গে সমাবেশের স্থান নির্ধারণ সংশ্লিষ্ট না। এটা আমাদের স্থায়ী কমিটি, মহাসচিব আছেন তারা সিদ্ধান্ত দেবেন। এটা আমাদের এখতিয়ারে নেই। 

নয়াপল্টনেই সমাবেশের প্রস্তুতি বিএনপি’র: আগামী ১০ই ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নির্দেশনা থাকলেও সেদিকে কর্ণপাত করছেন না দলটির নেতারা। দলের শীর্ষ নেতারা বারবার নয়াপল্টনেই সমাবেশ করার কথা বলে আসছেন। গতকাল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপি’র গণসমাবেশ হবে। আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। নয়াপল্টনকে কেন্দ্র করে ঢাকা বিভাগের নেতাকর্মীরা নিয়মিত সভা করছেন। ঢাকার নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করবো। বাইরে থেকে লোকজন আসবে। 

এজন্য যা করা দরকার আমরা সব করবো। তিনি বলেন, আমরা নয়াপল্টনে বুধবারও সমাবেশ করেছি। ইতিপূর্বে শতাধিক সমাবেশ হয়েছে। সরকারের এমন কি অসুবিধা হবে যে, ১০ই ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না। আমাদের নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে। ১০ই ডিসেম্বর গণসমাবেশ উপলক্ষে বিএনপি অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপ-কমিটি গঠন করেছে বলে জানান মির্জা আব্বাস। বিএনপি’র ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ১০ই ডিসেম্বরের গণসমাবেশ সফল করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছি।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status