ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিসিসি নয়, বিআরটিএ’র লাইসেন্সের দাবিতে বরিশালে ইজিবাইক চালকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

বিসিসি থেকে নয় বিআরটিএ’র লাইসেন্স দিতে হবে। এ দাবিতে গতকাল বরিশাল নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে ব্যাটারিচালিত রিকশাচালকরা। সমাবেশে সড়ক ও সেতু মন্ত্রণালয় প্রস্তাবিত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের নিবন্ধন আইন-২০২১ অনুযায়ী দ্রুত ব্যাটারিচালিত যানবাহ?নের লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে চাঁদাবাজি ও প্রতারণা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এতে শতশত ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালকরা অংশ নেন। আর সড়ক বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন নগরবাসী। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘বরিশালের কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের হুমকি ও হামলা করা হচ্ছে প্রতিনিয়ত। ক্ষমতাসীন দলের লোকজন শ্রমিকদের বিচ্ছিন্ন করতে এমনটা করছে। রোববার দুপুরে বিআরটিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল।
লোহার পোল এলাকায় প্রচার চালানোর সময় চাঁদাবাজি মামলার আসামিরা শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের ওপর হামলা চালায়।’
মনীষা বলেন, ‘খেটে খাওয়া মানুষের নির্যাতন করে লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী যখন ব্যাটারিচালিত যানবাহন বৈধ সেহেতু এসব যানবাহনে বিআরটিএ’র দ্রুত লাইসেন্স দেয়ার দাবি জানাচ্ছি।’ সমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন
সমাবেশ শেষে বিআরটিএ বরাবর স্মারকলিপি দেয়া হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

উপজেলা পরিষদ নির্বাচন / পিতার মনোনয়ন বাতিল টিকে গেলো পুত্র

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status