ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

শাহনাজ সুমির স্বপ্নপূরণ

স্টাফ রিপোর্টার
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পাওয়া যাবে অভিনেত্রী শাহনাজ সুমিকে। ‘পাপ-পুণ্য’ সিনেমার মাধ্যমে আগামী ২০শে মে তিনি হাজির হচ্ছেন দর্শকদের সামনে। শুরুতেই তাকে দেখা যাবে সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের সঙ্গে। খ্যাতিমান নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের এ সিনেমার মাধ্যমে সুমির দীর্ঘদিনের একটি স্বপ্নপূরণ হয়েছে। সেই স্বপ্নপূরণের গল্পই মানবজমিনের সঙ্গে ভাগাভাগি করলেন এ অভিনেত্রী। তিনি বলেন, আমি প্রথমত একজন নৃত্যশিল্পী। নাচের সুবাদেই অভিনয়ের আগ্রহ। ২০১৬ সালে চ্যানেল আই সেরা নাচিয়ের সিজন থ্রি’তে সেরা দশে ছিলাম। সে বছরই আমি প্রথমবার নাটকে অভিনয়ের সুযোগ পাই। তাও স্বনামধন্য পরিচালক সালাহউদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক ‘সোনার পাখি রুপার পাখি’-তে।

বিজ্ঞাপন
একটা ভালো সিনেমা করবো সেই স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। হঠাৎ করে ২০১৯ সালের এপ্রিল মাসে আমার কাছে সিনেমার অডিশনের জন্য একটা কল আসে। জানানো হয় গিয়াস উদ্দিন সেলিম তার নতুন সিনেমায় শিল্পী বাছাইয়ের জন্য অডিশন নিচ্ছে। তার নাম শুনেই চলে গেলাম অডিশন দিতে। যাওয়ার পর তিনি কয়েক ধাপে অডিশন নিলেন। তারপর নির্বাচন করলেন। ৩০ জনের মধ্য থেকে আমাকে বাছাই করা হয়েছিল। ‘পাপ-পুণ্য’ সিনেমায় সুমির চরিত্রের নাম সাথী। এ সিনেমায় তিনি চঞ্চল চৌধুরী-ফারজানা চুমকির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। প্রথম চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? সুমির উত্তর-আগের থেকে অনেক আত্মবিশ্বাস বেড়েছে। কারণ ‘পাপ-পুণ্য’র মাধ্যমে যাদের সংস্পর্শে এসেছি তারা একেক জন অভিনয়ের প্রফেসর। ওনাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। এ অভিনেত্রী বললেন, আমার একটু টেনশন হচ্ছে। দর্শক আমার অভিনয় কীভাবে নিবে সেটা নিয়ে। শাহনাজ সুমি জুঁই নারিকেল তেলের একটি বিজ্ঞাপনে কাজ করে প্রথম আলোচনায় আসেন। সামনে তার ‘দামাল’ নামে আরও একটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে।  

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status