ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

উত্তর আমেরিকার ১১২ হলে ‘পাপ পুণ্য’, উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ৫:১২ অপরাহ্ন

mzamin

ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘পাপ পুণ্য’র মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশের ছবি উত্তর আমেরিকার ১১২টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সম্প্রতি হলগুলোর তালিকা প্রকাশ করেছে আনন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ার ক্রো। ‘পাপ পুণ্য’র মাধ্যমে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফিরলেন ‘মনপুরা’ খ্যাত চঞ্চল চৌধুরী। স্বাভাবিক কারণেই সিনেমাটি নিয়ে দর্শকের তুমুল আগ্রহ। ২০ মে মুক্তির প্রতীক্ষায় থাকা এই সিনেমাটি উত্তর আমেরিকায় রেকর্ড সংখ্যক হল পাওয়ায় উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। সংশ্লিষ্টরা বলছেন, এটি বাংলাদেশী চলচ্চিত্র শুভমুক্তির বেলায় ইতিহাস!। এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও আমেরিকার ১২ লাখ বাংলাদেশি চাইলেই কাছের থিয়েটারে দেশের সিনেমা উপভোগ করতে পারবেন। স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব মনে করেন, বাংলাদেশের সিনেমার ইতিহাসে এটি যে একটি যুগান্তকারী ঘটনা। আন্তর্জাতিক বক্স অফিসে ভারতীয় সিনেমার যে দাপট, তার শুরুটা হয়েছিল কিন্তু অধিকসংখ্যক থিয়েটারে অধিক মানুষের কাছে তাদের সিনেমা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে।

বিজ্ঞাপন
‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে এক যোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০ এর বেশি শহরে। এ সিনেমায় চঞ্চল ছাড়াও অভিনয় আছেন আফসানা মিমি, সিয়াম আহমেদ, নবাগত সুমি প্রমুখ। স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানিয়েছেন, তাদের অফিসিয়াল পেজগুলোতে থাকছে উত্তর আমেরিকায় ‘পাপ পুণ্য’ সিনেমার ১১২ হলের তালিকা। ১৮ মে থেকে থিয়েটারগুলির ওয়েবসাইট পাওয়া যাবে শো-টাইম ও অগ্রিম টিকেট। ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, শিগগির দেশের প্রেক্ষাগৃহের তালিকাও প্রকাশ করা হবে।  এ উপলক্ষে আজ দুপুরে (১৬ মে) চ্যানেল আই কার্যালয়ের ৪নং স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। স্টুডিওতে উপস্থিত থেকে ছবিটির পক্ষে অনুভূতি প্রকাশ করেন মামুনুর রশীদ, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সুমি ও সিয়াম। পরে তারা গণমাধ্যমকর্মীদেও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।      
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status