ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

এক গোলের লিড যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৩০ নভেম্বর ২০২২, বুধবার, ২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৬ পূর্বাহ্ন

mzamin

নকআউট পর্বে যেতে কমপক্ষে ড্র চাই ইরানের। অপরদিকে শেষ ষোলোতে যেতে জিততেই হবে যুক্তরাষ্ট্রকে। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে ১ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩৮ মিনিটে গোলটি করেন পুলিসিক। 
আল থুমামা স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র। গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক। একাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় যুক্তরাষ্ট্র। ইউনুস মুসার ক্রসে পুলিসিকের হেডে জোর ছিল না তেমন, সহজেই বল ধরে ফেলেন ইরান গোলরক্ষক। ২৮তম মিনিটে সুবর্ণ সুযোগ হারান টিম উইয়াহ। ফাঁকায় থেকে এই ফরোয়ার্ড দুর্বল হেড করেন গোলরক্ষক বরাবর। ৩৮তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
ওয়েস্টন ম্যাকেনির ক্রসে হেডে বল ছয় গজ বক্সে বাড়ান সের্জিনো দেস্ত, আর দারুণ ভলিতে বল জালে পাঠান চেলসির ফরোয়ার্ড পুলিসিক। প্রথমার্ধে ঘর সামলাতেই ব্যস্ত থাকতে দেখা যায় ইরানকে। এই সময়ে গোলের জন্য একটি শটও নিতে পারেনি তারা। আর যুক্তরাষ্ট্রের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

 

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status