ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

ম্যাচ বিশ্লেষণ

‘টিম আর্জেন্টিনা’ হতে হবে মেসিদের

মামুনুল ইসলাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

আর্জেন্টিনাকে কোনো সমীকরণের দিকে তাকিয়ে থাকলে হবে না। আজ মেসিদের পায়ের জাদুর ওপরই নির্ভর করছে তাদের বিশ্বকাপ। স্পষ্ট কথা জিতেই নক আউট পর্ব খেলতে হবে। প্রথম ম্যাচ হারলেও তারা ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে জিতেছে তারা অসাধারণ দুটি গোল থেকে। প্রথম ম্যাচে যে মেসিকে দেখা গেছে দ্বিতীয়টাতে মনে হয়েছি তিনি স্বরূপে ফিরেছেন। কিন্তু তাকে সাপোর্ট দিতে হবে। পোল্যান্ডের বিপক্ষে ড্র করলে বা গ্রুপের অন্য দলগুলোর হারজিতে আর্জেন্টিনার শেষ-১৬ তে যাওয়ার যে সমীকরণ তা নিয়ে ভাবাটাই ভুল হবে। পোল্যান্ড কিন্তু চার পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। যে কারণে আর্জেন্টিনাকে তাদের সেরাটা দিতে হবে।

বিজ্ঞাপন
শুধু সেমির দিকে তাকিয়ে থাকলে হবে না। ডি মারিয়া ও মার্টিনেজকে হতে হবে তার যোগ্য সহযোগী। এখনো এই দু’জন চোখে পড়ার মতো পারফরম্যান্স করেনি। আরেকটা বিষয় শেষ ম্যাচে জিতলেও গোটা দলের খেলা চোখে পড়ার মতো ছিল না। আজ পোল্যান্ডকে হারাতে হলে খেলতে হবে টিম আর্জেন্টিনাকে। প্রথম ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে হার দেখেছে। ৩৬  ম্যাচ পরে তারা হেরেছে সেই ম্যাচে। তাদের ডিফেন্স নিয়ে যে চিন্তা ছিল সেটি প্রকট হয়েছে। 

কিন্তু দ্বিতীয় ম্যাচে  মেসিরা কোনো গোল খায়নি। তার মানে তারা নিজেদের দুর্বলতা ছিল তা অনেকটা সুধরে নিয়েছে। হ্যাঁ, মেক্সিকো দুই একটি গোল পেতে পারতো বিশেষ করে ফ্রি কিক থেকে। কিন্তু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনিজ দারুণ সেভ করেছেন। এছাড়াও তাদের যে ইনজুরি ছিল সেখান থেকেও চিন্তামুক্ত। দিবালা এখন ফিট আছেন। তাকে এই ম্যাচে খেলানো যেতে পারে। আর আর্জেন্টিনার বেঞ্চও শক্তিশালী। দেখেন সেদিন এনজো ফার্নান্দেজ হাফ টাইমের পর নেমে দারুণ এক গোল করেছে। ফুটবলে বেঞ্চ শক্তিশালী হওয়া জরুরী ।  পোল্যান্ডের চেয়ে এই দিকে আর্জেন্টিনা এগিয়ে। যেমন আলভারেজ, পাপু গোমেজ আছে। তারা যে কোন সময় মাঠে নেমে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে। কিন্তু বিশ্বকাপে কোনো দলকেই ছোট করে দেখার কিছু নেই।  আর্জেন্টিনা যে ফরমেশন নিয়ে প্রথম ও দ্বিতীয় ম্যাচে খেলেছে তা আসলে খুব বেশি জয় পরাজয়ে প্রভাব ফেলেনি। আজও আমার মনে হয় না ফরমেশনের খুব একটা গুরুত্ব আছে। কারণ পোল্যান্ড যে কোনভাবেই চাইবে ড্র করে  হলেও আর্জেন্টিনাকে আটকে দিতে। আজ ‘সি’ গ্রুপে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব ও মেক্সিকো। ‘সি’ গ্রুপে শীর্ষে পোল্যান্ড। আর্জেন্টিনার কিন্তু তারা যদি হেরে যায় তাহলে অন্য হিসাব। 

আজ জিতলে কোনো সমীকরণ ছাড়াই পরের রাউন্ডে যাবে সৌদি আরব। সৌদি আরব মেক্সিকো ম্যাচ ড্র হলে তখন পোল্যান্ড ও সৌদি আরবের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি গ্রুপ রানার্সআপ হবে। মেক্সিকো যদি সৌদি আরবকে হারায় তখন মেক্সিকো ও পোল্যান্ডের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি হবে গ্রুপ রানার্সআপ।  অন্যদিকে আজ ফ্রান্সের জন্য নিয়ম ও মর্যাদা রক্ষার ম্যাচ। ফরাসিদের শেষ ১৬ তে খেলা নিশ্চিত। এখন অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করতে চাইবে তারা। তিউনিশিয়ার বিপক্ষে এই ম্যাচে তারা হয়তো নিজেদের সাইড বেঞ্চের একটা পরীক্ষাও করে নিতে পারে। তিউনিশিয়া জিতলেও তাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচ অস্ট্রেলিয়া ও ডেনমার্কের লড়াইয়ের দিকে। এখান থেকে যারা জিতবে তারা দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬ তে যাওয়ার সুযোগ পাবে।  

অনুলিখন: ইশতিয়াক পারভেজ

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status