ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

হাকালুকি হাওরের চাতলা বিলের ইজারাদারের বিরুদ্ধে ৩ মন্ত্রণালয়ে অভিযোগ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিলের ইজারাদারের বিরুদ্ধে অবৈধভাবে মাছ আহরণের অভিযোগ এনে ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। গতকাল উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম বাদী হয়ে এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগটি দেন। জানা গেছে, মৎস্য উৎপাদনের অন্যতম উৎস হাকালুকি হাওর। এই হাওরে যেমন প্রচুর মাছ পাওয়া যায়, তেমনি প্রচুর পরিমাণে ধান ও রবিশস্য উৎপাদন হয়। দীর্ঘদিন থেকে ইজারাদার কর্তৃক অপরিকল্পিতভাবে মাছ আহরণ করে রাজস্ব খাতের বড় উৎস এই হাওরের ব্যাপক ক্ষতি সাধন করছেন। হাকালুকি হাওরের ৫১৮ একরের ‘চাতলা বিল’ জলমহালটি উন্নয়ন স্কিমের আওতায় ১৪২৫ বাংলা হতে ১৪৩০ বাংলা সন পর্যন্ত ৬ বছরের জন্য ইজারা নেন জুড়ী ভেলী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জায়ফরনগর ইউনিয়নের ইউসুফনগর গ্রামের মো. জমির আলী। ইজারার শর্ত অনুযায়ী এই ছয় বছরের মধ্যে প্রতি তিন বছর পর মৎস্য আহরণ করার শর্ত থাকলেও ইজারাদার তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে প্রতি বছর মৎস্য আহরণের নিয়ম ভঙ্গ করে লাখ লাখ টাকার মাছ বিক্রি করছেন। ইতিপূর্বে শুষ্ক মৌসুমে ইজারাদার সেচপাম্প দিয়ে পানি শুকিয়ে মাছ আহরণ করায় একদিকে যেমন মৎস ও উদ্ভিদের বংশ বিস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি রাজস্ব আয়ে এর প্রভাব পড়ছে। ইজারার নিয়ম অনুযায়ী চলতি বছর মাছ আহরণ করা নিষেধ থাকা সত্ত্বেও ইজারাদার সেই নিয়মের তোয়াক্কা না করে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে প্রতিদিন বেড় জাল দিয়ে লাখ লাখ টাকার মাছ আহরণ করে যাচ্ছেন। যোগাযোগ করা হলে ইজারাদার মো. জমির আলী বলেন, তিনি বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত আছেন, এ বিষয়ে দেখা হলে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status