ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

এমপি’র ডিও লেটারে স্বাক্ষর জালিয়াতি

চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে আদালতে মামলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্যের পর নতুন বিতর্কে জড়ালেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান (বাবুল)। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ডিও লেটারে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৮শে নভেম্বর ওই সংসদ সদস্যের পক্ষে তার পিএস হাফেজ মাহমুদুল আনোয়ার বাদী হয়ে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম এর আদালত, ঢাকা ও  সিনিয়র সহকারী জজ ৩য় আদালত, ঢাকায় দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে চেয়ারম্যান বাবুলের জাল জালিয়াতি ও বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে গিয়ে খুনিদের জান্নাত কামনা করার বিষয়টি নিয়ে সোনারগাঁয়ের সর্বমহলে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে। জানা গেছে, গত ১২ই ফেব্রুয়ারি বারদীর একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্যে নিজেকে বারদীর ম্যাজিস্ট্রেট দাবি করে লায়ন বাবুল বলেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট। মাননীয় প্রধানমন্ত্রী বারদী আসতে হলেও আমার অনুমতি লাগবে। তার এ বক্তব্য তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় আওয়ামী লীগ তাৎক্ষণিক তাকে কারণ দর্শানোর নোটিশ করে। পরে দল থেকে বহিষ্কারও করেন। এ ঘটনার পর চেয়ারম্যান বাবুল সংবাদ সম্মেলন ডেকে তারা বক্তব্যের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান। এদিকে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ডিও লেটারে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বারদী হাইস্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন বাবুল। 

এ ঘটনায় সংসদ সদস্য কর্তৃক সুপারিশপ্রাপ্ত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি প্রার্থী মো. জাকির হোসেন বাদী হয়ে গত ৭ই নভেম্বর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালতে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
তাছাড়া গত ১৯শে নভেম্বর স্থানীয় আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে যান। এ সময় লায়ন বাবুলও তাদের সফর সঙ্গী ছিলেন। মাজার জিয়ারতে দোয়া পরিচালনার সময় চেয়ারম্যান বাবুল বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনা করেন। এনিয়ে আবারো বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এদিকে ডিও লেটারে স্বাক্ষর জাল জালিয়াতির বিষয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে তার পিএস হাফেজ মাহমুদুল আনোয়ার বাদী হয়ে গত ২৮শে নভেম্বর বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম এর আদালত, ঢাকা ও  সিনিয়র সহকারী জজ ৩য় আদালত, ঢাকায় দুটি মামলা দায়ের করেন। এমপি’র পিএস হাফেজ মাহমুদুল আনোয়ার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধির মতো দায়িত্বশীল জায়গায় থেকে মাননীয় সংসদ সদস্যের ডিও লেটারের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। এ ব্যাপারে আদালতের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। 

মামলার আইনজীবী এডভোকেট মো. মফিজুল ইসলাম জানান, দুটি মামলায়ই আমরা জিতবো আশা করি এবং আদালতের দৃষ্টান্তমূলক বিচার দাবি করবো। এ ব্যাপারে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উপজেলা আইনশৃঙ্খলার মিটিংয়ে রয়েছেন বলে জানান। পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status