ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

নার্ভাস ১৯৯, ম্যাথিউস ছাড়া আর কারা আছেন দুর্ভাগাদের তালিকায়

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১০ অপরাহ্ন

mzamin

টেস্ট ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়ার ঘটনা অনেক আছে। তবে ১৯৯ রানে কাটা পড়া ব্যাটারদের সংখ্যা খুব বেশি নেই। সেই দুর্ভাগাদের তালিকায় সর্বশেষ যোগ হলো শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের নাম। ইএসপিএন ক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী ১৯০২ সাল থেকে এখন পর্যন্ত ম্যাথিউস সহ মোট ১২ ক্রিকেটার আউট হয়েছেন ১৯৯ রানে।  

১৯৮৪ সালে ফয়সালাবাদে ভারতের বিপক্ষে টেস্টে প্রথমবার ১৯৯ রানে আউট হওয়ার নজির গড়েন পাকিস্তানের মুদাসসার নজর। দুই বছর পর কানপুরে শ্রীলঙ্কার বিপক্ষে এমন দুর্ভাগ্য বরণ করতে হয়েছিল ভারতের আজহারউদ্দিনকে। আজহারের অনেক দিন পর ১৯৯৭ সালের জুলাই ও আগস্টে পরপর দুটি নার্ভাস ‘১৯৯’ দেখে বিশ্ব। অ্যাশেজের  হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়ার ম্যাথু এলিয়ট এবং কলম্বোতে ভারতের বিপক্ষে লঙ্কান ওপেনার সনাৎ জয়াসুরিয়া নাম লেখান তালিকায়। ১৯৯৯-এ ব্রিজটাউনে উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, ২০০৬ সালে লাহোরে ভারতের বিপক্ষে পাকিস্তানের ইউনুস খান এবং ২০০৮ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের ইয়ান বেল ১ রানের জন্য মিস করেন দ্বিশতক। এরপর এমন আরেকটি ঘটনার জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ২০১৫ সাল পর্যন্ত।

বিজ্ঞাপন
কিংস্টোনে উইন্ডিজের বিপক্ষে অজি ব্যাটার স্টিভ স্মিথ নাম তোলেন দুর্ভাগাদের কাতারে। পরের বছর ভারতীয় ওপেনার লোকেশ রাহুল চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯ রান করে আউট হন। 
২০১৭তে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়া ওপেনার ডিন এলগার কাটা পড়েন ১৯৯ রানে। ২০২০-এ সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিপক্ষে এমন অভিজ্ঞতা হয়েছিল আরেক প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসির।

১৯৯’র গল্প তো বলা হলো। ২৯৯ রানে ক’জন আউট হয়েছেন? উত্তর একজনই। তিনি সাবেক কিউই অধিনায়ক মার্টিন ক্রো। ১৯৯১ সালে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে এক রানের জন্য ক্রো ছুঁতে পারেননি ট্রিপল সেঞ্চুরি। তৃতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা ক্রো অর্জুনা রানাতুঙ্গার বলে আউট হয়ে যান ২৯৯ রানের মাথায়। ওই টেস্টের প্রথম ইনিংসেই আবার ২৬৭ রান করেছিলেন শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা। টেস্টে যেটি তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status