ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

এবার নারায়ণগঞ্জ থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা, আসামি ৯৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৩০ নভেম্বর ২০২২, বুধবার

রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও রূপগঞ্জের পর এবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বিএনপি’র নেতাকর্মীদের আসামি করে নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বিএনপি’র ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, বিএনপি নেতা আহমেদুল হাসান, হাসান আহেম্মদ ইকবাল, খোকন সাহা ও সাখাওয়াত হোসেন জ্যাকি। মঙ্গলবার থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে বিএনপির নেতারা বলছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ ঘিরে পুলিশের একের পর এক গায়েবি মামলার অংশ হিসেবে নারায়ণগঞ্জ থানায়ও মামলাটি করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা। পুলিশ মামলায় উল্লেখ করেন, শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির পশ্চিম পাশের রাস্তায় নাশকতার উদ্দেশ্যে বিএনপি  নেতাকর্মীরা গোপন বৈঠক করছে- এমন সংবাদে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুঁড়তে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন
আত্মরক্ষার্থে পুলিশ আট রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় বিএনপি নেতা আহমেদুল হাসান, হাসান আহেম্মদ ইকবাল, খোকন সাহা, সাখাওয়াত হোসেন জ্যাকিকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ, চারটি লোহার রড ও আটটি কাঠের তক্তা উদ্ধার করে পুলিশ। মামলার বাকি আসামিরা হলেন, কালা ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, বিএনপি নেতা ফারুক আহম্মেদ, আনোয়ার মাতব্বর, আব্দুর হামিদ ভাষানী, যুবদল নেতা জুলহাস, আনোয়ার, নূরে হামিদ হৃদয়, পিচ্চি মাসুমসহ অজ্ঞাত ৭০-৮০ জন। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিরোধী দলকে দমনপীড়ন, নেতা-কর্মীদের ধরপাকড় এবং মিথ্যা মামলা দিয়ে আসামি করা হচ্ছে। ঢাকা বিভাগীয় গণসমাবেশকে বানচাল করতে ক্ষমতাসীনরা স্থানীয় প্রশাসনকে ব্যবহার করছে। বিভিন্ন থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করছে। ইতোমধ্যে আমাদের নেতাকর্মীদের  গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলা ও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে গণসমাবেশ বানচাল করা যাবে না।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status