ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

অনিয়ম-অব্যবস্থাপনায় জর্জরিত পবিপ্রবি’র পরিবহন শাখা

পবিপ্রবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, বুধবার

নানা অনিয়ম-অব্যবস্থাপনায় জর্জরিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা। বিশেষ করে বাসে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ সবচেয়ে বেশি। তীব্র পরিবহন সংকটে অসন্তোষ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বাসে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা বহিরাগতদের বাসে ওঠান। মাঝে মাঝে বহিরাগতদের ভিড়ে বাসে সিট পান না সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে অনেকবার অভিযোগ দেয়া হলেও তাতে কর্ণপাত করেন না পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্তরা। অতিরিক্ত ভিড় থাকা সত্ত্বেও বাসে অনেক কর্মচারী নিয়ম বহির্ভূতভাবে মালামাল আনা-নেয়া করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের আত্মীয়-স্বজনের বিবাহসহ অন্যান্য অনুষ্ঠানাদিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ১৫ জন শিক্ষার্থী জানান, ‘বাস সুবিধা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য হলেও তাতে প্রায়ই বহিরাগতদের কারণে আমাদের যাতায়াতে বিঘ্ন ঘটে। বিশেষ করে সকালের বাসে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন
তীব্র পরিবহন সংকট সত্ত্বেও বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের যাত্রী বহনে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহৃত হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে পবিপ্রবি পরিবহন শাখার পরিচালক অধ্যাপক মো. মেহেদী হাসান অভিযোগসমূহ স্বীকার করে বলেন, ‘পরিবহন নিয়ে এ ধরনের অভিযোগ আগেও পাওয়া গেছে এবং একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। সামনে এ ধরনের আরও অনিয়ম দেখলে শিক্ষার্থীরা যেন সরাসরি লিখিতভাবে জানায়।’ তিনি বলেন, ‘কোন কিছুতে শিক্ষার্থীদের অসুবিধা হবে তা কখনোই কাম্য নয়, পরিবহন শাখাসহ সকল জায়গার শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষার্থীসহ সকলকেই দায়িত্বশীলতার ভূমিকা রাখতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটলে শিক্ষার্থীদের সরাসরি লিখিতভাবে ছবিসহ অভিযোগ জাননো উচিত এবং উপযুক্ত প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’ বিয়ের এবং অন্যান্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং পরিবহন শাখার এ অনিয়মের সমাধানে আমি নিজে বর্তমানে এর তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছি আশা করছি সামনে আর এ সমস্যা হবে না। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা শিক্ষার্থীদের আনিত অভিযোগসমূহ স্বীকার করলেও এ সকল অভিযোগের বিষয়ে কিছু জাননে না বলে বিবৃতি প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status