ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

রোনালদো ব্রুনোর ‘গোল বিভ্রাট’

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

ঘানাকে হারানোর ম্যাচে একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। গড়েন রেকর্ড। ফুটবল বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা পাঁচ আসরে জালের দেখা পান সিআরসেভেন। সোমবার রাতে উরুগুয়ের বিপক্ষে আরও একটি রেকর্ডের হাতছানি ছিল রোনালদোর। একটি গোল করতে পারলেই বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা ইউসেবিওকে ছোঁয়ার সুযোগ ছিল তার। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে মাথা ছুঁইয়ে এক মুহূর্তের জন্য সেই রেকর্ডটা স্পর্শও করেছিলেন রোনালদো। তবে পর্তুগাল অধিনায়কের উল্লাসে থেমে যায় একটু পরই। গোলটি ব্রুনোর নামের পাশে লেখা হয়। সোমবার রাতে লুসাইল স্টেডিয়ামে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পর্তুগাল। ৫৪তম মিনিটে একটি আক্রমণে উঠে গোলবার বরাবর শট নেন ব্রুনো ফার্নান্দেজ।

বিজ্ঞাপন
ছুটে গিয়ে হেড নেন রোনালদো। উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রচেট কিছু বোঝার আগেই বল জালে জড়ায়। বিশ্বকাপে নিজের ৯ম গোল উদ্‌যাপনে চিরাচরিত ভঙ্গিমায় লাফিয়ে ওঠেন রোনালদো। উচ্চারণ করেন ‘সি’ বা ‘ইয়েস’। ফিফা রিভিউয়ে দেখা যায় যে, হেড দিয়ে গোলের ভান করলেও রোনালদোর মাথায়ই লাগেনি বল। 

 গোল মিস করায় বেশ হতাশ দেখা যায় রোনালদোকে। যদিও পরমুহূর্তে ব্রুনোকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক। সেই ছবি ফিফা তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে। সেই ছবির মন্তব্যের ঘরে রোনালদোকে নিয়ে অনেকে ট্রোল করেছেন। একজন লিখেছেন, ‘ব্রুনোর গোল চুরি করে সেটা উদ্‌যাপন করলেন রোনালদো। লজ্জার চরম পর্যায়।’ কৌতুক করে একজন লিখেছেন, ‘মাথা না লাগলেও রোনালদোর চুল ঠিকই বল স্পর্শ করেছে।’ একজন লিখেছেন, ‘বলটা রোনালদোর চুল স্পর্শ করলেও তার বিবেক স্পর্শ করেনি। রোনালদোর চুলও গোল করতে পারে।’ জিম্বাবুয়ের একজন লিখেছেন, ‘জিম্বাবুয়েতে শোরগোল শুরু হয়ে গেছে,  রোনালদো চুল দিয়েও গোল করতে পারে। যা মেসি কখনো পারেনি। রোনালদোর আরেকটি ঐতিহাসিক মুহূর্ত।’ সমালোচনা রেখে পর্তুগালের জয়কেই মুখ্য ভাবছেন অনেকে। একজন লিখেছেন, ‘বিষে ভরা মন্তব্যের বাক্স। মানুষের উচিত জয় উদ্‌যাপন করা। পর্তুগালকে শুভ কামনা।’ 

ফিফা রোনালদোকে গোলবঞ্চিত করলেও স্বয়ং ব্রুনো ফার্নান্দেজ মনে করেন প্রথম গোলটি সিআরসেভেনেরই ছিল। ম্যাচশেষে ব্রুনো বলেন, ‘আমার মনে হচ্ছে, বলটা ক্রিস্টিয়ানোর মাথা স্পর্শ করেছিল। গোলটা সেই করেছে। তবে আসল ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিতেছি এবং আমরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি। আজকের ম্যাচ (সোমবার) যথেষ্ট কঠিন ছিল।’ প্রথম গোলটির পর ব্রুনোর সেলিব্রেশনটাও ছিল রোনালদোকে কেন্দ্র করে। ব্রুনো বলেন, ‘আমি গোলটা উদ্‌যাপন করেছি ক্রিস্টিয়ানোর গোল মনে করে। পরে দেখলাম সেটি তাকে না দিয়ে আমাকে দেয়া হয়েছে।’ এদিকে বিতর্ককে পাত্তা না দিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক বলেন, ‘আমরা এখন বিশ্বকাপের শেষ ষোলোয়। দারুণ দলগত পারফরম্যান্স। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমরা নিজেদের শক্তি ও মান দেখিয়েছি। আমরা লড়াইয়ে আছি এবং আমাদের স্বপ্নও বেঁচে আছে। এগিয়ে চলো পর্তুগাল।’

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status