ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

যেভাবে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা-সৌদি আরব

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

বিশ্বকাপের ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে যাবে কোন দুই দল, তা নির্ধারিত হবে আজ রাতে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পোল্যান্ড যেমন ছিটকে যেতে পারে, তেমনি ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা মেক্সিকোরও আছে উতরে যাওয়ার সুযোগ। চারটি দলের সমীকরণ দেখে নেওয়া যাক।  

পোল্যান্ড: ২ ম্যাচে ৪ পয়েন্ট, +২ গোল ব্যবধান  ‘সি’ গ্রুপে শীর্ষে পোল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে জয় কিংবা ড্র করলেই শেষ ষোলোতে পা রাখবে রবার্ট লেভানদোভস্কির দল। কিন্তু পোল্যান্ড যদি হেরে যায় তাহলে অন্য হিসাব। তিনটি সিনারিও রয়েছে এক্ষেত্রে.. ১/ সৌদি আরব মেক্সিকো ম্যাচ ড্র হলে তখন পোল্যান্ড ও সৌদি আরবের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি গ্রুপ রানার্সআপ হবে। ২/ মেক্সিকো যদি সৌদি আরবকে হারায় তখন মেক্সিকো ও পোল্যান্ডের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি হবে গ্রুপ রানার্সআপ। ৩/ সৌদি আরব যদি মেক্সিকোকে পরাজিত করে তখন পোল্যান্ড ছিটকে যাবে। 

আর্জেন্টিনা: ২ ম্যাচে ৩ পয়েন্ট। +১ গোল ব্যবধান।

বিজ্ঞাপন
পোল্যান্ডকে হারালেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে আর্জেন্টিনা। হেরে গেলে কোনো সম্ভাবনাই নেই। তবে ড্র করলে... ১/ মেক্সিকো-সৌদি আরব ম্যাচ ড্র হলে সৌদি আরবের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে আর্জেন্টিনা কোয়ালিফাই করবে। ২/ সৌদি আরব মেক্সিকোকে হারিয়ে দিলে আর্জেন্টিনা ছিটকে যাবে ৩/ মেক্সিকো সৌদি আরবকে পরাজিত করলে তখন মেক্সিকো-আর্জেন্টিনার মধ্যে গোল গড়ে এগিয়ে থাকা দলটি হবে গ্রুপ রানার্সআপ। 

সৌদি আরব: ২ ম্যাচে ৩ পয়েন্ট। গোল ব্যবধান -১। মেক্সিকোকে হারালেই শেষ ষোলো নিশ্চিত সৌদি আরবের। যদি মেক্সিকোর সঙ্গে তারা ড্র করে এবং... ১/ আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয়, তখন সৌদি আরব ছিটকে যাবে। ২/ আর্জেন্টিনা যদি পোল্যান্ডকে হারায়, তখন পোল্যান্ড-সৌদি আরবের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল গ্রুপ রানার্সআপ হবে। ৩/ পোল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারায় তাহলে সৌদি আরব দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে। 

মেক্সিকো: ২ ম্যাচ ১ পয়েন্ট, -২ গোল ব্যবধান। মেক্সিকো যদি সৌদি আরবকে হারায়। এবং... ১/ পোল্যান্ডের কাছে আর্জেন্টিনা হেরে যায়, মেক্সিকো দ্বিতীয় দল হিসেবে যাবে পরের রাউন্ডে। ২/ আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে আর্জেন্টিনা জয়ী হয়, তখন পোল্যান্ড-মেক্সিকোর মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল গ্রুপ রানার্সআপ হয়ে যাবে শেষ ষোলোতে। ৩/ আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে তখন আর্জেন্টিনা-মেক্সিকোর মধ্যে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল গ্রুপ রানার্সআপ হবে।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status