ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

রোনাল্ডোর পা ছুঁয়ে জাদু নিলেন রদ্রিগো

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, বুধবার
mzamin

সর্বকালের সেরা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে অন্যতম রোনাল্ডো নাজারিও ডি লিমা। সেলেসাওদের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা স্ট্রাইকার তরুণ প্রজন্মের আইডল। ব্রাজিলের তরুণ উইঙ্গার রদ্রিগোও অনুসরণ করেন রোনাল্ডো লিমাকে। তাইতো ফুটবল গ্রেটের পায়ের ‘জাদু’ নিজের পায়ে মাখিয়ে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা! বিষয়টি স্পষ্ট করা যাক। সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে পৌঁছে গেছে ব্রাজিল। ম্যাচশেষে ফিফার ওয়েবসাইটে রোনালদো নাজারিও’র সঙ্গে টকশো’তে বসেন ২১ বছর বয়সী রদ্রিগো। অনুষ্ঠানটিতে নিজের বিশ্বকাপ অভিজ্ঞতার কথা বলেছেন রোনাল্ডো। কাতারে নিজের বিশ্বকাপ অভিষেক নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন রদ্রিগো। সাক্ষাৎকার শেষে রোনাল্ডোর পা দু’টো ছুঁয়ে দেখেন রদ্রিগো। তারপর এমনভাবে নিজের পা দুটো মালিশ করলেন যে, দেখে মনে হবে কিংবদন্তি রোনালদোর পায়ের জাদু নিজের পায়ে মাখিয়ে নিলেন তিনি।

বিজ্ঞাপন
রদ্রিগোর এমন কাণ্ড দেখে হাসতে শুরু করেন রোনাল্ডো। তরুণ তারকার এমন আচরণে বেশ মজাই পেয়েছেন তিনি।

 ইএসপিএন রোনাল্ডো-রদ্রিগোর সেই ভিডিও পোস্ট করে লিখেছে, ‘এক সাক্ষাৎকারে রোনাল্ডোর পা ছুঁয়ে বিশেষ শক্তি আহরণ করছেন রদ্রিগো।’ সাক্ষাৎকারে রোনাল্ডো নাজারিও’র মুখোমুখি হয়ে মুগ্ধতা প্রকাশ করেন রদ্রিগো। তিনি বলেন, ‘আপনার সঙ্গে কথা বলতে পারাটা আমার জন্য আনন্দের। দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে।  প্রতিদিনই শিখছি।’ নেইমার চোট প্রসঙ্গেও কথা বলেছেন রদ্রিগো। রিয়াল তারকার মতে, বিশ্বকাপে নেইমারের অভাব বোধ করবে না ব্রাজিল। নেইমার চোট পাওয়ায় রদ্রিগোর একাদশে খেলার সম্ভাবনা তৈরি হয়। যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে রিয়াল তারকাকে বদলি হিসেবে নামান ব্রাজিল কোচ তিতে। বদলি হিসেবে নেমে ব্রাজিলের জয়সূচক গোলে কাসেমিরোকে অ্যাসিস্ট করেন রদ্রিগো।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status