ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

এক সপ্তাহ পার হয়ে গেলেও বিদ্যুৎ ফিরছে না ইউক্রেনে

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন

mzamin

সর্বশেষ রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা হয়েছে এক সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু এখনও বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি ইউক্রেনের প্রধান শহরগুলোতে। ওই হামলার আগেই প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, এক কোটি ইউক্রেনীয় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। তবে এরপর রাশিয়া মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের কয়েক ডজন বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করেছে। এতে রাজধানী কিয়েভও বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চেষ্টা চালানোর পরও রাজধানীর বেশিরভাগ এলাকা এখনও অন্ধকারে। 
দেশটির জাতীয় পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনেগ্রো জানিয়েছে, জরুরি ভিত্তিতে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে তাদের। ফলে সোমবার বিদ্যুৎ উৎপাদন আরও কমে গিয়েছে। এরমধ্যে যেখানে সরবরাহ টিকে আছে সেখানে শীতের কারণে বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। ফলে চাপ বাড়ছে গ্রিডের উপরেও। নিজেদের ফেসবুক পোস্টে ইউক্রেনের্গো জানিয়েছে, ২৯শে নভেম্বর চাহিদার ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি আমরা।

বিজ্ঞাপন
রাশিয়া মোট সাত বার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনেগ্রো।

মূলত অক্টোবরের প্রথম দিকে রাশিয়ার ক্রাইমিয়া সেতুতে একটি ট্রাক হামলা চালানো হয়। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে রাশিয়া। এরপর থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা শুরু করে দেশটি। দুই এক সপ্তাহ ব্যবধানে এসব হামলা হয়ে আসছে। এরমধ্যে গত বুধবারের হামলা ছিল এখন পর্যন্ত সবথেকে বেশি ভয়াবহ। এই প্রচ- শীতে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে এক কোটির বেশি ইউক্রেনীয়কে।

এদিকে সামনে আসছে বড়দিন। আশঙ্কা করা হচ্ছে, কোনো লাইট ছাড়াই ক্রিসমাস ট্রি দেখতে হবে কিয়েভের বাসিন্দাদের। এ নিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো বলেন, কেউ এবার ক্রিসমাস ও নববর্ষ উদযাপন বাদ দেবে না। এখানে উৎসবের আবহ থাকবেই। আমরা কোনোভাবেই পুতিনকে আমাদের আনন্দ কেঁড়ে নিতে দিতে পারি না। 

তবে কিয়েভের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইয়াসনো’র প্রধান নির্বাহী সের্গেই কোভালেঙ্কো জানিয়েছেন, এবছর ক্রিসমাস ট্রিতে কোনো আলো থাকবে না। এছাড়া বিদ্যুৎ বাঁচাতে আলোকসজ্জাও বন্ধ থাকছে। তবে এ ছাড়াই আনন্দে মেতে উঠবেন কিয়েভবাসী এমন আশা তার।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status