ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে ‘নকল’ নেইমার

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ২:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন

mzamin

গোড়ালির চোটে ছিটকে গেছেন নেইমার। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচেও পিএসজি তারকাকে পাবে না তিতের দল। চোটাগ্রস্ত পা নিয়ে আপাতত টিম হোটেলেই বিশ্রামে রয়েছেন নেইমার। তবুও সুইজারল্যান্ডের বিপক্ষে স্টেডিয়াম ৯৭৪’র গ্যালারিতে দেখা গেছে নেইমারকে!

আসল নেইমার নয়; ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে উপস্থিত হয়েছিলেন নেইমারের মতো দেখতে এইগন অলিভেইরা নামের এক যুবক। শরীরের গড়ন, ফেস কাটিং হুবহু নেইমারের মতো। চোখে রোদ চশমা, মাথায় ক্যাপ। ছদ্মবেশী সেই লোককে দেখে স্টেডিয়াম ৯৭৪-এ উপস্থিত দর্শকরা নেইমারই ভেবেছিলেন। সমর্থকরা তাকে ঘিরে ধরে, সেল্ফিও তোলে। শুধু দর্শকরাই নন; স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা আসল নেইমার ভেবে অলিভেইরাকে গার্ড দিয়েছেন।

বিজ্ঞাপন
দেখতে ব্রাজিলিয়ান তারকার মতো হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অলিভেইরা।

নেইমার যে মাঠে ছিলেন না তার বড় প্রমাণ তিনি নিজেই দিয়েছেন। চোটাগ্রস্ত পা নিয়ে হোটেলে শুয়ে শুয়ে ব্রাজিলের ম্যাচ দেখেছেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রাম রিলে পোস্ট করে ব্রাজিল তারকা লিখেছেন, ‘এগিয়ে চলো।’

এবারই প্রথম নয়। নেইমার চোট পাওয়ার পর এইগন অলিভেইরাকে দোহার রাস্তায় হাঁটতে দেখা যায়। তাকে ঘিরে নেইমার সমর্থকরা সেল্ফি তোলেন। বৃটিশ গণমাধ্যম ফক্স স্পোর্টসও অলিভেইরাকে আসল নেইমার ভেবেছিল। তার ভিডিও পোস্ট করে ফক্স স্পোর্টস লিখেছিল, ‘দোহার রাস্তায় হাঁটছেন নেইমার।’

এইগন অলিভেইরার সঙ্গে পরিচয় রয়েছে খোদ নেইমারেরও। দুই জনকে বিভিন্ন সময়ে টিভি শো এবং ইউটিউবের অনুষ্ঠানে দেখা গিয়েছে।

 

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status