ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিনোদন

উরফির সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন চেতন, হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৬ পূর্বাহ্ন

mzamin

চেতন ভগত এবং উরফি জাভেদের তরজায় নয়া মোড়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। দাবি করা হচ্ছে, এই মেসেজের মাধ্যমে উরফির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ উপন্যাসের লেখক। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করেছেন তিনি। একটি অনুষ্ঠানে ভারতীয় যুবসমাজ নিয়ে চেতন ভগতের মন্তব্যকে কেন্দ্র করে তর্কবিতর্কের সূত্রপাত। উরফি জাভেদকে নিশানা করে চেতন ভগত বলেন, এখনকার যুবসমাজ শুধু ছবিতে লাইক দিতে জানেন। তাই উরফির ছবিতে লাইকের বন্যা। সীমান্তে দাঁড়িয়ে জওয়ানরা যখন দেশরক্ষা করছেন তখন একদল যুবক কম্বলের তলায় শুয়ে উরফির ছবি দেখছেন। লেখকের মন্তব্যের পালটা দিতে ছাড়েননি উরফি। চেতনের রুচিবোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিজ্ঞাপন
বলেন, চেতন ভগতের মতো লেখক সবসময় মেয়েদের দোষ খুঁজছে। একজন নারীকে তার পোশাক দিয়ে বিচার করেন। তুমি বিকৃতমনস্ক বলে মেয়েটির দোষ রয়েছে তা নয়। উনি অযথা আমার নাম ব্যবহার করেছেন। এটা সত্যি দুর্ভাগ্যজনক। এছাড়া চেতন ভগতের বিরুদ্ধে ওঠা মিটু অভিযোগের হোয়াটসঅ্যাপও শেয়ার করেন উরফি। এমন পরিস্থিতিতেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযোগ করা হয়, দাম্পত্য জীবনের হতাশা কাটিয়ে ওঠার জন্য উরফির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন বেস্ট সেলার উপন্যাসের লেখক। যদিও টুইটারে চেতন লেখেন, আমি কখনই সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা/সাক্ষাৎ/চ্যাট করিনি বা কথা বলিনি। যা ছড়ানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যে। সম্পূর্ণ ভুয়ো। আর উল্লেখ করার মত বিষয়ও নয়। আমি কারও সমালোচনা করিনি এবং কোনও ব্যক্তির সম্পর্কে কুমন্তব্যও করিনি। শুধু ইনস্টাগ্রামে সময় নষ্ট না করে ক্যারিয়ার ও ফিটনেসে মন দিতে বলেছি। চেতনের এই টুইট শেয়ার করেই আবার একজন প্রশ্ন তুলেছেন, যদি এমনটাই হয় তাহলে চেতন কেন উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন না। লেখককে নিজের ফিটনেসের খেয়াল রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status