ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সাবেক এমপিসহ রামগঞ্জ বিএনপির ৫ নেতাকে অব্যাহতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৫ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও  বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিনসহ পাঁচ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান।

মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে তিনি জানান, বিভিন্ন সময়ে সভা-সমাবেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনাসহ একাধিক অভিযোগে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ১২ই নভেম্বর অব্যাহতি পাওয়া নেতাদের ৭ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

অব্যাহতি দেওয়া বাকি নেতারা হলেন- রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাহাবুদ্দিন তুর্কি, আবদুর রহিম ভি.পি., পৌর বিএনপির সদস্য সচিব মিয়া মো. আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লাা। 

দলীয় সূত্রে জানা যায়, ওই পাঁচ নেতার রিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির দলীয় প্যাডে অব্যাহতি পত্র লিখে পাঠানো হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান স্বাক্ষর করেছেন।

গত কয়েক মাস আগে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহাবুবুল আলম বাহারকে অব্যাহতি দিয়ে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়। কিন্তু কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে জেলা কমিটি তাকে ওই পদেই বহাল রাখে। এতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সষ্টি হয়। পাশাপাশি নিজেদের প্রচন্দের লোকজনকে কমিটিতে আনতে ৫ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে নাম প্রকাশে একাধিক নেতা জানিয়েছেন। তবে এ মুহূর্তে দল থেকে তাদের অব্যাহতি দেয়া ঠিক হয়নি। কারণ সামনে আন্দোলন সংগ্রাম। তাদের অব্যাহতি দেয়ায় দলের ক্ষতি হয়েছে বলেও অনেকেই জানান।

রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া নাজিম উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, জেলা বিএনপির কয়েকজন নেতা একপেশে সিদ্ধান্ত নিয়ে তাদের অন্যায়ভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এ বিষয়ে তারা কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করবেন।

বিজ্ঞাপন
এর বেশি কিছু বলার নাই।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

উপজেলা পরিষদ নির্বাচন / পিতার মনোনয়ন বাতিল টিকে গেলো পুত্র

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status