অনলাইন
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে হানিফ সহ আওয়ামী লীগ নেতাদের বৈঠক
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২২ অপরাহ্ন

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়েছে। গতকাল (সোমবার) দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সচিব ড. শাম্মী আহমেদের গুলশানস্থ বাসভবনে এক নৈশভোজে তারা মিলিত হন বলে জানা গেছে।
ওইদিন সন্ধ্যায় শুরু হওয়া ওই বৈঠকে শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য খান মাইনুল ইসলাম মুস্তাক, ফাইয়াজুল হক রাজু এবং শাহরিন তিলোত্তমা উপস্থিত ছিলেন বলে সূত্র জানিয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রদূত পিটার হাসের সাথে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে উপস্থিত ছিলেন। তারা একসঙ্গে নৈশভোজের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সূত্র নিশ্চিত করেছে।