ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মাহবুবুল খালিদের ফুটবল বিশ্বকাপের গানে শান্তি ও সম্প্রীতির বার্তা

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১০:১০ পূর্বাহ্ন

mzamin

কাতারে চলছে ‘গ্রেটেস্ট শো অন দি আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের উন্মদনায় মেতেছে পুরো বিশ্ব । বিশ্বের জনপ্রিয় এই ইভেন্ট নিয়ে দারুণ দুটি গান লিখেছেন প্রথিতযশা কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। গীতিকার উভয় গানেই ফুটবল বিশ্বকাপের নানা অনুসঙ্গ তুলে ধরার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন। 
মাহবুবুল খালিদের লেখা নতুন গানদুটির একটির শিরোনাম ‘ও-লে-লে-ও-লে-লে বিশ্ব কাপ’। অন্যটি ‘এসো ফুটবল খেলি’। দুটি গানেরই সুরও দিয়েছেন মাহবুবুল খালিদ।
উল্লেখ্য, মাহবুবুল খালিদ ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপের প্রতি আসরেই নতুন গান লিখে থাকেন। খেলাধুলার আনন্দকে উপস্থাপনের পাশাপাশি এসব গানে থাকে কোনো না কোনো সামাজিক বার্তা। এর আগে ফুটবল বিশ্বকাপ নিয়ে লেখা ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ এবং ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ‘এগিয়ে চল রয়েল বেঙ্গল’, ‘ক্রিকেট মোদের গর্ব’, ‘আয়রে আয় তরুণ দল’ ইত্যাদি গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
‘ও-লে-লে-ও-লে-লে বিশ্বকাপ’ গানটি গেয়েছেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী রাজীব এবং সংগীতা। আর ‘এসো ফুটবল খেলি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই তরুণ শিল্পী দ্বীপ বাপ্পি এবং সাবরিনা নওশিন। গানদুটি খালিদ সংগীত (khalidsangeet.com) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
উভয় গানেরই মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন
যা ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। পাশাপাশি গানটি ফেসবুকের ‘খালিদ সংগীত’ পেইজে প্রকাশ করা হয়েছে।
ফুটবল শুধু একটি খেলাই নয়, বরং বিশ্ববাসীকে একত্রিত করার অন্যতম উপায়। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার মাধ্যম। মাহবুবুল খালিদের লেখা ও সুরে ফুটবল বিশ্বকাপের এই গান দুটিতে এমন বার্তা প্রকাশ পেয়েছে।
“ও-লে-লে ও-লে-লে ওলে-লে-লে-লে//বিশ্বকাপ বিশ্বকাপ//বিশ্ব চেয়ে তোমার পানে, তোমাকেই চাই//এসো এসো দল বেঁধে যাই//মুক্ত মনে খেলার মাঠে ভাই” এমন কথায় ‘ও-লে-লে-ও-লে-লে বিশ্বকাপ’ গানটি শুরু হয়েছে। ফুটবল বিশ্বকাপ সকল বিভেদ ভুলিয়ে মানুষের মাঝে যে সম্প্রীতির বন্ধন তৈরি করে সে বিষয়টি এই গানে ফুটিয়ে তোলা হয়েছে।
অন্যদিকে ‘এসো ফুটবল খেলি’ গানটি শুরু হয়েছে “এসো এসো বিশ্ববাসী//এসো খেলি ফুটবল খেলি//ফেলে যুদ্ধ বোমা গুলি//ভুলে রক্তের হোলি//এসো এসো ফুটবল খেলি” এমন কথায়। যুদ্ধ-মারামারি বন্ধ করে, হিংস্রতাকে ছুঁড়ে ফেলে বিবেকের পরিচালনায় পথ চলতে এবং ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে কাছে টেনে নেয়ার জন্য এই গানে আহ্বান জানানো হয়েছে। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status