ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

প্রেসিডেন্টের কাছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক রিপোর্টার
২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নতুন হাইকমিশনার মুস্তাফিজুর রহমান। সোমবার স্থানীয় সময় সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি পরিচয়পত্র পেশ করেন। হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর গত ১৪ই অক্টোবর নয়াদিল্লি পৌঁছান মুস্তাফিজুর রহমান। এর আগে তিনি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। পরিচয়পত্র পেশের পর বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ পর্বে ভারতের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক। সময়ের পরীক্ষায় এই সম্পর্ক উত্তীর্ণ। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনানিরা রক্ত ঝরিয়েছেন; প্রাণ দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন নিদর্শন বিরল। মুর্মু বলেন, দুই দেশের সম্পর্ক দিন দিন শুধু উন্নতই হচ্ছে না, মানুষের সঙ্গে মানুষের বন্ধনও দৃঢ় হচ্ছে। বেড়ে চলেছে পারস্পরিক ভরসা ও আস্থা।

বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও যোগ্য নেতৃত্বেরও প্রশংসা করেন ভারতের প্রেসিডেন্ট। তার দায়িত্ব পালনের এই অল্প সময়ের মধ্যেই দুইবার সাক্ষাৎ হয়েছে দু’জনের। প্রথমবার গত সেপ্টেম্বরে শেখ হাসিনার ভারত সফরের সময়। দ্বিতীয়বার ওই মাসেই লন্ডনে রানী এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে। ভারতের প্রেসিডেন্ট বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেমন বাংলাদেশের শ্রীবৃদ্ধি ঘটে চলেছে, তেমনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তার ও ব্যাপ্তি বেড়েই চলেছে।
তিনি বলেন, এই সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে বলে তার বিশ্বাস। এ সময় ভারতের প্রেসিডেন্টকে হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, চলমান সম্পর্ক বহুমুখী ও দীর্ঘস্থায়ী করার চেষ্টাই তার লক্ষ্য। মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন নেতৃত্বের দূরদৃষ্টি ও বিচক্ষণতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই থেকে সম্পর্কের যে বন্ধনের শুরু, দিন দিন তা আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ হাইকমিশনার বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কোন আদর্শের হওয়া উচিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা বিশ্বের কাছে সেই দৃষ্টান্ত রেখেছেন। পরিচয়পত্র পেশের অনুষ্ঠানে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলাম, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ, কনস্যুলার (মিনিস্টার) সেলিম জাহাঙ্গীর, প্রেস মিনিস্টার শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status