ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিনোদন

মিউজিকের মতো ব্রাজিলের খেলায়ও ছন্দ রয়েছে- ডলি সায়ন্তনী

স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
mzamin

আমি সবসময় ব্রাজিলের সমর্থক। নেইমারের খেলা আমার সব থেকে ভালো লাগে। নিখুঁত তার পায়ের কারু কাজ। ফুটবল আর নেইমার যেন একজন আরেকজনের পরিপূরক। আমি মনে করি ব্রাজিল সত্যিকার অর্থেই নেইমারকে পেয়ে ধন্য। ধন্যবাদ ব্রাজিল দলকে বিশ্বকাপ-২০২২ সূচনা করেছে জয় দিয়ে। আমি মনে করি এবারের বিশ্বকাপের ট্রফি ব্রাজিলের হাতেই শোভা পাবে। আমি আগাগোড়াই ঘরকুনো মানুষ। পরিবার-পরিজনের মাঝে আমরা আনন্দ খুঁজে পাই। তাই বিশ্বকাপের খেলাগুলো নিজের বাসায় উপভোগ করবো।

বিজ্ঞাপন
আমার তিন মেয়ের বড় দু’জন ব্রাজিলের সমর্থক। আর ছোট মেয়ে ফ্রান্স দলের সমর্থক। আমার বর ফাইজানও ব্রাজিল দলের ভক্ত। অবশ্য এরইমধ্যে অনেক বন্ধু-বান্ধব আমাকে নিমন্ত্রণ দিয়েছেন বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য। তরুণ-তরুণীদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে উৎসব উদ্দীপনা দেখতে পাই তাতে সত্যি ভীষণ ভালো লাগে। অবশ্য এটাও ঠিক বড় জায়ান্ট স্ক্রিনে বন্ধু-বান্ধব মিলে একসঙ্গে খেলা দেখার মজাই আলাদা। খেলা চলাকালীন দুই দলের  সমর্থকদের মধ্যে মিষ্টি মধুর তর্ক-বিতর্ক অন্যরকম ভালোবাসা জাগায়। মিউজিকের মতো ব্রাজিলের খেলায় ছন্দ রয়েছে। এই ছন্দের জন্যই ব্রাজিলকে এত ভালো লাগে।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status