ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

মুনীর চৌধুরী সম্মাননা পেলেন যারা-

স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
mzamin

নাট্যদল থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান ছিল  গত রোববার সন্ধ্যায়। এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন লাকী ইনাম ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক পেয়েছেন পালাকার সায়িক সিদ্দিকী। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ও পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও স্মারক তুলে দেয়া হয়। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা ও মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সংস্কৃতিজন শাহ এ সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার। থিয়েটার নাট্যদলের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার বলেন, মূলত মুনীর চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এই সম্মাননা দেয়া হয়। কিন্তু কোভিড মহামারির কারণে ২০২০ সালে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। পদক পাওয়ার অনুভূতি জানিয়ে লাকী ইনাম জানান, মুনীর চৌধুরীর নামাঙ্কিত এই সম্মাননা পাওয়া আমার জন্য বিশেষ ভালো লাগার।

বিজ্ঞাপন
সায়িক সিদ্দিকী বলেন, পালানাট্য নিয়ে আমি স্বপ্ন দেখি। একদিন প্রতিটি জেলা-উপজেলায় পালানাট্য মঞ্চস্থ হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি মানুষই পালাকার। আমাদের মায়েরা সন্তানকে ঘুম পাড়ান গান শুনিয়ে কিংবা গল্প বলে। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে পালানাট্য পরিবেশন করে ‘বঙ্গলোক’। সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘রূপচাঁন সুন্দরীর পালা’।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status