ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ম্যাথিউসকে ১৯৯ রানে ফিরিয়ে ৬ উইকেট নাঈমের

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ২:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন

mzamin

ডাবল সেঞ্চুরি হলো না। ১৯৯ রান করে নাঈম হাসানের বলে আউট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামলো ৩৯৭ রানে। ১০৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন স্পিনার নাঈম হাসান।

ম্যাথিউস ফিরতে পারতেন দিনের চতুর্থ ওভারেই। খালেদ আহমেদের বলে খোঁচা দিতে গিয়ে পরাস্ত হন। বল জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।

কিন্তু আবেদনই করেননি বোলার-ফিল্ডাররা। টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাটে হালকা ছোঁয়া লেগেছিল সেটি। কিন্তু আবেদন না করায় ১১৯ রানের মাথায় বেঁচে যান ম্যাথিউস। ৯৫ টেস্ট ক্যারিয়ারে এর আগে একবার দ্বিশতক ছুঁয়েছিলেন। এবার খুব কাছে গিয়ে আউট হয়ে গেলেন।

বিজ্ঞাপন
নাঈমের করা ইনিংসের ১৫৩তম ওভারে স্কয়ার লেগে খেলতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন ম্যাথিউস।
৩৯৭ বলে ১৯৯ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৯ বাউন্ডারি ও এক ছক্কায়।

নাঈমের ৫ উইকেট

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান। আসিথা ফার্নান্দোকে (১) বোল্ড করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ফাইফারের দেখা পান তিনি। ২০১৮তে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অভিষেক টেস্টেই ৫ উইকেটের দেখা পেয়েছিলেন নাঈম। এরপর ২০২০-এ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৫ উইকেট। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯২ রানে অপরাজিত আছেন। চা বিরতির আগে মাথায় আঘাত পাওয়া বিশ্ব ফার্নান্দো পুনরায় ব্যাটিংয়ে নেমেছেন। শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯০/৯। 

শরিফুলের বাউন্সারে মাঠের বাইরে ফার্নান্দো

চা বিরতির আগের ওভারে শরিফুলের বাউন্সার আঘাত হানে শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দোর হেলমেটে। আঘাত গুরুতর না হলেও বিরতির পর আর ব্যাট হাতে নামেননি তিনি। একাদশ ব্যাটার আসিথা ফার্নান্দো ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় থাকা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন। সেশনের প্রথম ওভারেই তাকে রান আউট করার সুযোগ মিস করেন সাকিব আল হাসান। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ৩৮৭ রান। ম্যাথিউস ১৮৯ এবং আসিথা ফার্নান্দো ১ রাজে ক্রিজে আছেন। 

চা বিরতির আগে মুশফিকের ক্যাচ মিস

৮ উইকেটে ৩৭৫ রান তোলে চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা। বিরতির আগমুহূর্তে সাকিবের বলে বিশ্ব ফার্নান্দোর ক্যাচ ছাড়েন মুশফিকুর রহীম। ১৭ রানে অপরাজিত আছেন ফার্নান্দো। তাকে নিয়ে নবম উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৭৮ রানে অপরাজিত আছেন তিনি।

সাকিবের জোড়া আঘাত

মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই টানা দুই বলে সাকিব ফেরালেন লঙ্কান দুই ব্যাটারকে। সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু সেটা হয়নি।  বিরতির পর নিজের দ্বিতীয় বলে দুর্দান্ত এক ডেলিভারিতে রমেশ মেন্ডিসকে (১) বোল্ড করেছেন সাকিব। পরের বলটিতে তার কুইকারে পরাস্ত লাসিথ এম্বুলদেনিয়া। প্যাডে বল লাগলে আবেদন আঙুল দেন আম্পায়ার।

শ্রীলঙ্কা অবশ্য রিভিউ নিয়েছিল। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল এম্বুলদেনিয়ার (০) পেছনের পায়ে লেগেছে, ছুঁয়ে যেতো অফস্ট্যাম্প। সাকিবের হ্যাটট্রিক বলটিতে স্ট্রাইকে ছিলেন বিশ্ব ফার্নান্দো। চতুর্দিকে ফিল্ডার দিয়ে ঘিরে ফেলেছিলেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু হ্যাটট্রিক হয়নি। অফস্টাম্পের বাইরে পড়া বলটি কভারে ঠেলে দিয়ে এক রান নেন ফার্নান্দো। ওই ওভারে মোট ৩ রান দিয়ে দুটি উইকেট নেন সাকিব।

সুন্দর সকাল এনে দিলেন নাঈম

আজ সকালে দুই অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমালের জুটিতে রানপাহাড়ে চড়ার মঞ্চ পেয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের দ্রুত উইকেট নেয়ার পরিকল্পনা ততক্ষণে হাওয়ায় মিলিয়ে গেছে। তবে এভাবেই সেশনটা শেষ হতে দেননি দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম হাসান। 

প্রথম দিনের মতো আজও দিনের প্রথম সেশনে জোড়া আঘাত হেনেছেন চট্টগ্রামের এ তরুণ অফস্পিনার। তার এক ওভারের জাদুতেই সেশনটি পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৭ রান। এই সেশনে ২ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে তারা।  সকালের সেশনে সাজঘরে ফিরেছেন দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলা। সেঞ্চুরির আশা জাগালেও ৬৬ রানে থেমেছেন রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়া চান্দিমাল। লেট কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ৩ রান করা ডিকভেলা। একই ওভারে দুজনকে ফিরিয়েছেন নাঈম।  এ দুই উইকেটসহ ইনিংসে ৪ উইকেট হলো নাঈমের। 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status