ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবল বিশ্বকাপ

নেইমার ছাড়াও এগিয়ে থাকবে ব্রাজিল

ইশতিয়াক পারভেজ
২৮ নভেম্বর ২০২২, সোমবার
mzamin

সার্বিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছে হট ফেভারিট ব্রাজিল। আজ সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলেই শেষ ষোল রাউন্ড নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সোজা হিসাব সুইসদেরও। সুইজারল্যান্ডও আসর শুরু করেছে জয় দিয়ে। দুই দলের পয়েন্ট সমান ৩। তাই যারাই জিতবে তাদের নকআউট পর্বে খেলা নিশ্চিত। ব্রাজিলের জন্য এই ম্যাচে বড় চ্যালেঞ্জ দলের সেরা ফুটবলার নেইমারকে ছাড়া মাঠে নামতে হবে। ইনজুরিতে তিনি প্রথম রাউন্ডে খেলতে পারছেন না নিশ্চিত। তবে বাংলাদেশের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ মনে করেন ব্রাজিলই থাকবে এগিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহকারী কোচ আলফাজ বলেন, ‘সুইজারল্যান্ড দলটি শারীরিক গঠন ও ফিটনেসের দিক থেকে এগিয়ে।

বিজ্ঞাপন
কিন্তু ব্রাজিল টেকনিক, স্কিলে সেরা। আর ব্রাজিল জানে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করতে হয়। আমার মনে হয় না এই ম্যাচে তাদের সঙ্গে সুইজারল্যান্ড সুবিধা করতে পারবে। এটা ঠিক, নেইমার থাকলে  ব্রাজিল অন্যরকম গতি পায়। আর না থাকলে যে তারা পারবে না এমন নয়। তাদের আক্রমণ ভাগে যত শক্তিশালী ফুটবলার আছে তা অন্য দলে নেই।’ আলফাজ বলেন, ‘দেখেন নেইমার দলে থাকলে প্রতিপক্ষকে তাকে নিয়ে আলাদা করে ভাবতে হয়। পরিকল্পনা করতে হয়। এই জায়গাতে সুইজারল্যান্ড কাল (আজ) একটা সুবিধা পাবে। কিন্তু রিচার্লিসন, জেসুস, ভিনিসিয়ুস, রাফিনহা, অ্যান্টনি, কাসেমিরো আছেন। ব্রাজিলে আসলে যারা আছেন সবাই পরীক্ষিত। সাইডলাইনে দেখেন সেখানেও দারুণ সব ফুটবলার আছে। সুইজারল্যান্ডের শারীরিক শক্তি ভালো থাকলেও ৬০/৭০ মিনিট তা টিকিয়ে রাখা যাবে। শক্তি দিয়ে আসলে এরচেয়ে বেশি লড়াই করা কঠিন। যেমনটা মেক্সিকোর বিপক্ষে দেখিয়েছে আর্জেন্টিনা। পরিসংখ্যান বলছে শেষ চার দেখায় দুই দলের জয়-পরাজয় সমান সমান। এমনকি এখন পর্যন্ত দুই দলের লড়াইয়ে ৯ ম্যাচে ৩ জয় পেয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও ৪ ম্যাচ হয়েছে ড্র। আলফাজ বলেন, ‘আসলে সুইসদের পুরো দলটাই চ্যালেঞ্জ হবে ব্রাজিলের জন্য। কিন্তু শক্তি দিয়ে ৯০ মিনিট নিতে পারবে না। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটা দেখেন শেষ দিকে রিচার্লিসন ঠিকই গোল আদায় করেছে।’ একই গ্রুপে থাকা ক্যামেরুন-সার্বিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে প্রথম জয়ের সন্ধানে। এই ম্যাচে আলফাজ এগিয়ে রাখছেন সার্বিয়াকেই। তিনি বলেন, ‘ক্যামেরুন পাওয়ার ফুটবল খেলে। তবে আমি মনে করি সার্বিয়া টেকনিক দিয়ে এগিয়ে থাকবে। বিশেষ করে তারা ব্রাজিলের বিপক্ষে যেভাবে খেলেছে তা দলটিকে অবশ্যই উজ্জীবিত করেছে।’ আজ ‘এইচ’ গ্রুপে বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে  পর্তুগাল-উরুগুয়ে। জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে পর্তুগালের। আর এ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর দলই  সেরা বলে মনে করেন আলফাজ। তিনি বলেন, ‘উরুগুয়ের বেশির ভাগ ফুটবলারেরই বয়স হয়ে গেছে। রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, বারনার্দো সিলভাদের দ্রুতগতির ফুটবল মোকাবিলা করাটা তাদের জন্য চ্যালেঞ্জ।  প্রথম ম্যাচে জয় পাওয়ায় মানসিকভাবেও এগিয়ে পর্তুগিজরা। আমার মনে হয় আজ জয় দিয়েই সুপার-১৬ নিশ্চিত করে ফেরবে দলটি। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্রতে পয়েন্ট খুইয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।’ গ্রুপের আরেক ম্যাচে ঘানা ও দক্ষিণ কোরিয়া মুখোমুখি হবে। আলফাজ মনে করেন এই ম্যাচটি হবে ফিফটি-ফিফটি। তিনি বলেন, ‘আমি ঘানা ও দক্ষিণ কোরিয়ার ম্যাচটিকে বলবো ফিফটি-ফিফটি। এবার এশিয়ার দলগুলো কিন্তু ভালো ফুটবল খেলছে। জয়ের স্বাদ পেয়েছে সৌদি আরব, জাপান, ইরান। এক ম্যাচ খেলে অপরাজিত রয়েছে দক্ষিণ কোরিয়া।

ফুটবল বিশ্বকাপ থেকে আরও পড়ুন

   

ফুটবল বিশ্বকাপ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status