ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

আলাপন

দর্শকরা প্রতিদিন আমাকে ঋণী করছেন -মুকিত জাকারিয়া

মুজাহিদ সামিউল্লাহ

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ১:০৭ অপরাহ্ন

mzamin

চলতি সময়ের ব্যস্ত অভিনেতা মুকিত জাকারিয়া। নিজের অভিনয় গুণে এরইমধ্যে ভালো দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনয়ের বাইরেও বিজ্ঞাপনেও রয়েছে তার সরব উপস্থিতি। কেমন আছেন এই অভিনেতা? মুকিত বলেন, দর্শকদের অফুরন্ত ভালবাসায় সিক্ত আমি। আমার অভিনয় ভালবেসে দর্শকরা প্রতিদিন আমাকে ঋণী করছেন। জানি না আমি কতটুকু তাদের দিতে পেরেছি। সপ্তাহের প্রতিদিনই ধারাবাহিক কিংবা সিঙ্গেল নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ অভিনেতা। মুকিত অভিনীত সাগর জাহানের ‘অনলাইন অফলাইন’, মোস্তফা কামাল রাজের ‘হিট’, হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকগুলো এখন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। দর্শকরা আপনাকে কমেডি নাটকে দেখতে পছন্দ করেন। এতে আপনি কতটুকু সন্তুষ্ট? মুকিত জাকারিয়ার উত্তর- সত্যি বলতে আমরা তো পরিচালকদের নির্দেশনা মেনে কাজ করি।

বিজ্ঞাপন
তারা যেটা আমার জন্য উপযুক্ত চরিত্র সেটাই বরাদ্দ রাখেন। তবে আমাদের অভিনয় জগতে একবার যদি কোন অভিনেতা গণ্ডিরর ভেতর পড়ে যায় সেখান থেকে বের হওয়া ভীষণ কষ্টকর। এটাও ঠিক দর্শকদের কাঁদানোর চেয়ে হাসানো অনেক কঠিন। আমি এই কঠিন কাজটি করার চেষ্টা করছি। ঈদের পর নতুন কাজের কি খবর? মুকিত বলেন, কাজ চলছে আপন গতিতে। এখন শুটিং করছি অঞ্জন আইচের নাটক ‘মিস্টার বাকি ম্যান’ এর। এ নাটকে আমার অন্যান্য সহশিল্পীরা হলেন চিত্রনায়ক ইমন, সূচনা আজাদ, দীপান্বিতা প্রমুখ। আর এখন আমার হাতে ৩৬ টি নাটকের স্ক্রিপ্ট রয়েছে। প্রতিদিনই নতুন নতুন নাটকের প্রস্তাব পাচ্ছি। যেগুলো পছন্দ হবে সেগুলোতে কাজ করব। বাকিগুলো সবিনয় ফিরিয়ে দিবে। এখন আমি আর শুধু শুধু পর্দা উপস্থিতি চাচ্ছি না। যে নাটকে অভিনয়ের সুযোগ রয়েছে সেগুলি কেবল করব। অনেক সাধনার পর আজকের জায়গায় পৌঁছেছি। হেলায় এই জায়গাটা নষ্ট করতে চাই না। দর্শকদের বিশ্বাস নষ্ট করতে চাই না। মুকিত আরও বলেন, মাঝখানে একটি নাটকে অভিনয় করতে গিয়ে দেখলাম আমার সংলাপ অশ্লীল বাক্য জুড়ে দিয়েছেন নির্মাতা। আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি সে নাটক। আমার এই সিদ্ধান্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আমাকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানিয়েছেন। একজন শিল্পীর জন্য এর চেয়ে বেশি সম্মানের কি আর হতে পারে। নতুন সিনেমায় কাজ করা হচ্ছে? মুকিত বলেন, ইদানিং যে ধরনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তাতে পরিচালকদের সাথে ব্যাটে-বলে মিলছে না। আর আমিও যেন তেন সিনেমায় গুরুত্বহীন চরিত্রে অভিনয় করতে ইচ্ছুক নই।
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status