ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

চালের বাজারে অস্থিরতা কাটছে না

স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার
mzamin

ভরা মৌসুমেও চলছে চালের বাজারে অস্থিরতা। আরেক দফা বেড়েছে চালের দাম। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, চিকন চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৬৫ টাকা হয়েছে। আর মাঝারি বা পাইজাম চাল ২ টাকা বেড়ে ৫৮ থেকে ৬০ টাকা এবং মোটা চালের  কেজিতে ৩ টাকা বেড়ে ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা ব্যবসায়ীরা বলছে, টিসিবি’র তথ্যের চেয়ে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে চালের দাম বাড়ার কারণে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে মিল মালিকরা বলছেন এই মুহূর্তে চালের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। নতুন ওঠা চালের দাম অনেক কমেছে। সামনে আরও কমবে।  চালের খুচরা বিক্রেতা সিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাসির উদ্দিন বলেন, মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৬ টাকা।

বিজ্ঞাপন
নাজিরশাইল ৭০ থেকে ৮৫ টাকা, মাঝারি মানের বিআর আটাশ চাল ৬০ থেকে ৬৪ টাকা এবং মোটা স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৬ টাকা। যা এক সপ্তাহ আগেও বিক্রি হতো খুচরা বাজারে জাত ও মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল ৬৫ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৬৫ থেকে ৭৮ টাকা, বিআর আটাশ চাল ৫২ থেকে ৫৬ টাকা, মোটা চাল স্বর্ণা ৪৬ টাকা দরে। এই দোকানি আরও বলেন, ভরা মৌসুমে যে চালের দাম বাড়ে, ১৫ বছরের ব্যবসার অভিজ্ঞতায় এমনটি আগে দেখিনি। 

দুই-একদিন পরপরই পাইকারি ব্যবসায়ীরা চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। চালের দাম আরও বাড়বে বলে ইঙ্গিত দিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। পাইকারিতে বেশি দামে চাল কেনার কারণে খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।  কাওরান বাজারের নোয়াখালী রাইস ট্রেডার্সের পাইকারি চাল বিক্রেতা শাওন মানবজমিনকে বলেন, গত ১০ দিন থেকে চালের দাম কিছুটা বাড়তি। আগে চিকন চালের বস্তা ছিল ৩ হাজার ৪৫০ টাকা, এখন সেই চালের দাম বেড়ে ৩ হাজার ৬০০ টাকা হয়েছে। অন্যদিকে মাঝারি চালের বস্তা ২ হাজার ৭৫০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৯০০ টাকা হয়েছে। আর মোটা চালের বস্তা ২ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৩৫০ টাকা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই খুচরা বাজারে চালের দাম বেড়েছে। নতুন চাল বাজারে আসলেও চালের দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বাজারে এখনো সেভাবে নতুন চাল আসেনি। সরকারও এবার বেশি দামে চাল কিনছে। এ ছাড়া ভারত থেকেও চাল আমদানি করা বন্ধ রয়েছে।

 এজন্য চালের দাম বাড়তে পারে। নওগাঁ ধান-চাল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোধ বরণ সাহা মানবজমিনকে বলেন, পত্রিকায় দেখছি চালের দাম নাকি বেড়েছে। কিন্তু আমাদের এখানে চালের দাম অনেক কমেছে। আগে যে চাল ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছিলো, এখন সেই চাল ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের দাম কেজিতে ৪ টাকা কমেছে। অন্যান্য চালের দামও কমেছে, আরও কমবে বলেও জানান তিনি।  এ বিষয়ে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন মানবজমিনকে বলেন, বাজারে তদারকি না থাকার কারণে ভরা মৌসুমেও বেশি দামে চাল বিক্রি হচ্ছে। ভোক্তা অধিদপ্তর মাঝে মাঝে বাজার তদারকি করে থাকে। তবে আর কোনো প্রতিষ্ঠান এই কাজটি করে না। যদি পাইকারি ও খুচরা বাজারে পর্যাপ্ত তদারকি করা হতো তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status