ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

গ্রেপ্তারের তিন দিন পর মুক্তি পেলেন ইরানি ফুটবলার

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, সোমবার

‘জাতীয় দলের সুনাম ক্ষুণ্ন’ এবং ইরানের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া দেশটির সাবেক তারকা ফুটবলার ভোরিয়া ঘাফৌরি জামিনে মুক্তি পেয়েছেন। ইরানের সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে গতকাল বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভোয়া। পোশাক কোড লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হওয়া মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনায় ইরানে গত সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভকে সমর্থন দিয়ে আসছিলেন ঘাফৌরি। কুর্দি বংশোদ্ভূত এ ফুটবলার এ নিয়ে তার সামাজিক মাধ্যমে বেশকিছু পোস্টও করেন। যার প্রেক্ষিতে ‘জাতীয় দলের সুনাম ক্ষুণ্ন’ এবং ইরানের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ছড়ানোর অভিযোগে তাকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তাকর্মীরা।  ঘাফৌরি এর আগে ইরানের জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছেন। তবে কাতারে এই বছরের বিশ্বকাপের দলে তাকে ডাকা হয়নি। ইরানের অন্যতম বড় ক্লাব এস্তেগলালের হয়ে খেলা ঘাফৌরি দেশটির পশ্চিম কুর্দি অঞ্চলগুলিতে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারী ও বিক্ষোভ সমর্থনকারীদের অন্যতম। ঘাফৌরির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টগুলিতে দেখা যায়, তিনি ইরানের চলমান বিক্ষোভকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। দেশটির মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, ঘাফৌরি যে অঞ্চলে বসবাস করেন সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন
এর আগে গত ১৬ই সেপ্টেম্বর ইরানের পোশাক কোড লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হওয়া কুর্দি বংশোদ্ভূত ২২ বছরের তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যু হয়। যার প্রেক্ষিতে ইরানে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক মানবাধিকারকর্মীরা বলছেন, চলমান এই বিক্ষোভে এখন পর্যন্ত ৪০০ বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। এ ছাড়া ১০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।   এর আগে কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে জাতীয় সংগীত গায়নি ইরানের ফুটবল দল। নিজ দেশে চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে নিজেদের জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকেন তারা। যদিও পরের ম্যাচে ওয়েলসের বিপক্ষে আবারো জাতীয় সংগীতে গলা মেলাতে দেখা যায় ইরানি ফুটবলারদের।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status