ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ঝিনাইদহ পৌর নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর, হামলায় আহত ২

ঝিনাইদহ প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৯ অপরাহ্ন

mzamin

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটেছে।  রোববার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের গার্লস স্কুলের সামনে অবস্থিত কিংশুক বিপনী ও হিজলের নির্বাচনী অফিসের সামনে দিয়ে নৌকার মিছিল নিয়ে যাওয়ার সময় একদল যুবক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা কিংশুক বিপনীর পিকআপ ভ্যানের গ্লাস ও বাড়ির জানালার গ্লাস ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করে। কিংশুক বিপনীর কর্মচারীরা বলেন, তাদের দোকানের মধ্যে ঢুকে ক্যাশ থেকে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। হামলার সময় স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। 

খবর পেয়ে তিনি শত শত সমর্থক নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। বাসায় ফিরে তিনি তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল অভিযোগ করে বলেন, নৌকার মিছিল থেকে কতিপয় সমর্থক এই হামলা চালায়। তিনি দাবি করেন, আমার পিতা মুছা মিয়া একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। হিজল বলেন, আমার পিতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বঙ্গবন্ধু আমাদের বাড়িতে এসেছেন।

বিজ্ঞাপন
অথচ আমি ভোটে দাঁড়িয়ে কি দোষ করেছি যে আমার বাড়িতে হামলা করা হলো? 

তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও পেশিশক্তির ভয়ে আমার পরিবারের গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি আসন্ন পৌরসভা নির্বাচন থেকে পিছপা হবো না। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে যাওয়ার সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান ইপিয়ার ও আওয়ামী লীগ সমর্থক ও ব্যবসায়ী আসলামকে জামে মসজিদের সামনে তার নিজ দোকানের মধ্যে পিটিয়ে হাত ভেঙে ফেলে। তাদের দুইজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিএনপি নেতা মাহফুজুর রহমান ইপিয়ারের বড় ভাই মোস্তাফিজুর রহমান আলমগীর ঝিনাইদহ পৌরসভার ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচন করছেন। পারিবারিকভাবে অভিযোগ করা হয়েছে যে, ইপিয়ার ঘটনার সময় আসলামের দোকানে বসে ছিলেন।  এমন সময় কালিকাপুর গ্রামের বক্কার @ কানা বক্কার ও  তার ছেলে তোষার ৪০/৫০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে হামলা করে। 

ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইপিয়ারকে সম্পূর্ণ বিনা কারণে পিটিয়ে নির্মমভাবে আহত করা হয়েছে। এ ঘটানার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহবান জানান। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা বলেন, হামলার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status