ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

মুম্বাই হামলার ১৪তম দিবসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন

mzamin

২০০৮ সালের ২৬শে নভেম্বরে মুম্বাই হামলার ১৪ তম দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে সুশীল সমাজ, ইসলামী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক গোষ্ঠী, বিভিন্ন ছাত্র সংগঠন, সন্ত্রাসবিরোধী ফোরাম এবং সমাজের সর্বস্তরের নাগরিকরা ওই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়ায় পাকিস্তানের নিন্দা জানান।  

খুলনা:  মুম্বাই হামলার ১৪ তম দিবসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। কুয়েট সচেতন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও পোস্টারে সন্ত্রাসবাদকে উসকে দেওয়ায় পাকিস্তানের নিন্দা জানান এবং ২৬/১১-এর মুম্বাই হামলায় অংশ নেয়া পাকিস্তানিদের সমালোচনা করেন।  

সাতক্ষীরা: সাতক্ষীরায় মুম্বাই হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন এবং কয়েকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা শান্তি ক্লাব, সাতক্ষীরা নাট্যদল এবং সাতক্ষীরা ভিবিডির ব্যানারে এসব বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারীরা নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করায় এবং শান্তির শত্রুদের অব্যাহত সমর্থন ও সহায়তা দেওয়ায় পাকিস্তানের তীব্র সমালোচনা করেন। এ সময় ব্যানার ও প্লেকার্ডের মাধ্যমে বিক্ষোভকারীরা মুম্বাই হামলার বিষয়টি তুলে ধরেন। এ ছাড়াও বিক্ষোভকারীরা হাফিজ সাইদ, মাসুদ আজহারের কুশপুত্তলিকা দাহ করেন এবং পাকিস্তানের পতাকা পোড়ান।

ঢাকা: মুম্বাই হামলার ১৪ তম দিবস উপলক্ষে ঢাকায়ও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ (সম্মিলিত ইসলামী ঐক্যজোট-এসআইও) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এই মানববন্ধন করে।

বিজ্ঞাপন
মানববন্ধনে নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আজম খান এবং অন্যান্য বিশিষ্ট ইসলামী নেতাসহ অন্তত ২০০ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান মো. খাইরুল আহসান।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ঢাকায় বিবিএসএস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সাইকেল র্যা লি ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৌফিক আহমেদ তফছির। সভায় বক্তারা সন্ত্রাসবাদকে সমর্থন দিতে থাকা পাকিস্তানের তীব্র নিন্দা জানান এবং দেশটির সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম: মুম্বাই হামলার ১৪ তম দিবসে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে ৩০০ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কোতোয়ালি এলাকা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে যায়। মিছিলে বিভিন্ন সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভকারীরা সন্ত্রাসবাদকে উসকে দেওয়ায় পাকিস্তানের ভূমিকার নিন্দা করেন। এ ছাড়া মিছিল চলাকালে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়।

রাজশাহী: মুম্বাই হামলা  দিবস উপলক্ষে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ (জেপিএবি)। কামারুজ্জামান স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ব্যানারের মাধ্যমে পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসবাদকে তুলে ধরেন। এ ছাড়া তারা ২৬/১১-এর মুম্বাইয়ের সন্ত্রাসী হামলা, হলি আর্টিজান বেকারি হামলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার বিভিন্ন ছবি তুলে ধরেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status