ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বিডিডিএল ও বিএসসিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর

বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল-১ ব্যবহার করে বিদেশি পে-চ্যানেল বিতরণ করবে বেক্সিমকো ডিজিটাল

অর্থনৈতিক রিপোর্টার
২৭ নভেম্বর ২০২২, রবিবার
mzamin

বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল-১ ব্যবহার করে সারা দেশে আটটি বিদেশি পে-চ্যানেলের ক্লিন ফিড বিতরণ করবে বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেড (বিডিডিএল)। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বিডিডিএল-এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

বাংলাদেশি দর্শকদের জন্য সর্বোচ্চ মানের বিনোদন ও লাইফস্টাইল প্রোগ্রাম দেখার সুযোগ তৈরি করা বিডিডিএলের প্রধান লক্ষ্য। এ অংশীদারিত্বের মাধ্যমে প্রথম এবং বর্তমানে একমাত্র পরিবেশক হিসেবে বিদেশি টেলিভিশন চ্যানেলের আপলিংকের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সম্প্রচার সেবা গ্রহণ করবে। রাজধানীর বিএসসিএল’র অফিসে সম্প্রতি এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শফিকুল ইসলাম এবং বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা জামানুল বাহার। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের চেয়ারম্যান সায়ান এফ রহমান বলেন, ডিজিটাল এবং এইচডি সেবা গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। অ্যানালগ থেকে ডিজিটাল টেলিভিশনে রূপান্তরের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট সম্প্রচারে কেবল, আইপিটিভি, ওটিটি এবং ডিটিএইচের মতো নতুন এবং আরও নিরাপদ মাধ্যম তৈরি হবে। তিনি আরও বলেন, কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজ করার সরকারের যে নির্দেশ তা টিভি শিল্পে উল্লেখযোগ্য হারে পরিবর্তন আসবে এবং এই খাতে ব্যবসার পরিধি বৃদ্ধিতে সাহায্য করবে। এরই মাধ্যমে গ্রাহকের সর্বোচ্চ অভিজ্ঞতা নিশ্চিতের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড সর্বাধিক রাজস্ব অর্জনে সক্ষম হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিডেটের চেয়ারম্যান ও সিইও ড. শাহজাহান মাহমুদ বলেন, বিএসসিএল এর সবচেয়ে বড় গ্রাহক বেক্সিমকো। আজ এই চুক্তির মাধ্যমে বেক্সিমকো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে ৮টি বিদেশি ক্লিন ফিড পে-টিভি চ্যানেল সম্প্রসারণ করতে পারবে।

বিজ্ঞাপন
আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে বিএসসিএল এবং বেক্সিমকো’র এই অংশীদারিত্ব আরও দীর্ঘায়িত হবে এবং এই ঐতিহাসিক মুহূর্তের ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও বিদেশি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সঙ্গে যুক্ত হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status