ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

মুম্বইয়ে জঙ্গি হামলার ১৪ বছর

হতাহতদের স্মরণে ঢাকায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৬ নভেম্বর ২০২২, শনিবার, ৮:৪৩ অপরাহ্ন

mzamin

১৪ বছর আগে ভারতের মুম্বইয়ের তাজ হোটেল ও আশপাশের এলাকায় সংঘটিত জঙ্গি হামলায় হতাহতদের স্মরণ করেছে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ। জঙ্গিবাদ নির্মূলের দাবিতে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে সংগঠনটি আয়োজন করে এক মানববন্ধন। এতে দলটির চেয়ারম্যান এডভোকেট খায়রুল আহসান বলেন, মুম্বইয়ের তাজ হোটেলে হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ ইসলামী নামধারী জঙ্গি গোষ্ঠী সরাসরি জড়িত ছিল। ইসলাম কখনো অন্যের অধিকার কেড়ে নেয় না এবং কাউকে তা করতে উৎসাহিত করে না উল্লেখ করে তিনি মুম্বই হামলার সকল ডকুমেন্ট প্রস্তুত করে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, এটি ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ড। এ হীন কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। মানববন্ধনে নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, মহাসচিব মুফতি আহসান উল্লাহ সালামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আলহাজ আজম খান, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসাইন আকন, ইসলামিক মুভমেন্টের যুগ্ম মহাসচিব মো. নাসির উদ্দিন, মুফতি রফিকুল ইসলাম ও মো. নূর-ই-হেলাল প্রমুখ বক্তব্য রাখেন। 
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status