বিনোদন
এফডিসিতে ফের নির্বাচনী হাওয়া
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ২৬ নভেম্বর ২০২২, শনিবার, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১২ অপরাহ্ন

এফডিসিতে ফের নির্বাচনী হাওয়া বইছে। এবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩০ ডিসেম্বর। এই নির্বাচনে দুটি প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করবেন পরিচালকরা। সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী হচ্ছেন জাকির হোসেন রাজু। অন্য প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন গুণী পরিচালক কাজী হায়াত এবং মহাসচিব পদে লড়বেন প্রার্থী শাহীন সুমন। পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর নির্বাচনের মনোনয়নপত্র কেনা শুরু হবে, জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। ৫ নভেম্বর পরিচালক সমিতি থেকে ২০২৩-২৪ মেয়াদের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকবেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]