ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

যুক্তরাজ্যে মানবাধিকার সংগঠনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার, ১১:২৩ অপরাহ্ন

mzamin

আগামী ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।  সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ (সাপি) ও গ্লোবার ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগে সাড়া দিয়ে যুক্তরাজ্যে মানবাধিকার নিয়ে সক্রিয় সংগঠনগুলোর সমন্বয়ে পূর্ব লন্ডনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মো. ডলার বিশ্বাসের পরিচালনায় অধ্যাপক আব্দুল সালেহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে মানবাধিকার সংগঠক ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, শরীফুজ্জামান চৌধুরী তপন,  মো: রায়হান উদ্দিন, মো. মাহিন খান, মো. তরিকুল ইসলাম, বুরহান উদ্দীন চৌধুরী, নওশিন মুস্তারী মিঞা সাহেব, আমিনুল ইসলাম সফর, মোঃ এমদাদুল হক, মোঃ খায়রুল আলম, হুমায়ূন আহমেদ, মোঃ আবুল হোসাঈন প্রমুখ।
সভায় আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মানুষের অধিকার রক্ষার জন্যই এই দিবসটি ঘোষণা করেছে জাতিসংঘ। দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যে সক্রিয় মানবাধিকার সংগঠন গুলোর সমন্বয়ে একটি র‍্যালি করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।  সকাল ১১টায় শহীদ আলতাব আলী পার্ক হচ্ছে র‍্যালির জন্য মিটিং পয়েন্ট। মূল র‍্যালি হবে পার্লামেন্ট স্কয়ার থেকে ১০ ডাউনিং স্ট্রিট পর্যন্ত। নির্ধারিত র‍্যালিতে যোগ দেওয়ার জন্য বক্তাদের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতি বছর এই দিনটিকে সারা পৃথিবী ব্যাপী যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে।

 

 

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status