ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

তিন দশকের লড়াইয়ের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৮ অপরাহ্ন

mzamin

কমপক্ষে তিন দশকের লড়াই। অবশেষে বৃহস্পতিবার তার ফল পেলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার রাজা তাকে দেশটির ১০ম প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। এতে তিনি যেমন আপ্লুত, তেমনি উদ্বেলিত তার সমর্থকরা। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন হয়। এতে কোনো দল বা জোটই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কে সরকার গঠন করবেন তা নিয়ে সৃষ্টি হয় এক টানাপড়েন। দুই দফা সরকার গঠনের সময় বেঁধে দেন রাজা। তাতেও ব্যর্থ হয় দলগুলো। এতে প্রচ- এক রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয় দেশটিতে।

বিজ্ঞাপন
অবশেষে রাজা সিদ্ধান্ত নেন সাংবিধানিক অধিকারবলে তিনিই প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। বেছে নিলেন প্রায় তিন দশক বিরোধী রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকা আনোয়ার ইব্রাহিমকে। বৃহস্পতিবার তাকে শপথ পড়ানো হয়। এর মধ্য দিয়ে উজ্বল এক প্রত্যাবর্তন ঘটলো ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের। এর আগে সমকামিতা এবং দুর্নীতির অভিযোগে তিনি ১০ বছর জেল খেটেছেন। তবে এসব অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বানচাল করে দিয়েছেন। তার এমন খবরে সমর্থকরা আনন্দে ফেটে পড়েছেন। টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে ভেসে যাচ্ছে। এর মধ্যে একজন লিখেছেন, ১০ম প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করার সময় আমি ছিলাম বিমানবন্দরে। সেখানে শুনতে পেলাম জনগণ আনন্দে আর্তচিৎকার করছে। মানুষের মুখে প্রশস্ত হাসি। আরেকজন লিখেছেন, আনোয়ারের উত্থান আগামীর প্রজন্মকে উৎসাহিত করবে। এটার জন্যই ২৪ বছর অপেক্ষা করেছিলাম। তিনি এর জন্য রাজনৈতিক নির্যাতন, জেল ভোগ করেছেন। তবে নীতি থেকে বিচ্যুত হননি। 

আনোয়ার ইব্রাহিম সাবেক উপপ্রধানমন্ত্রী। ১৯৯৮ সালে তিনি যখন প্রধানমন্ত্রী হবেন বলে মনে করা হচ্ছিল, তখন এশিয়ার অর্থনৈতিক সংকটের সময় তাকে তখনকার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বরখাস্ত করেন। এরপর আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আনা হয় সমকামিতা ও দুর্নীতির অভিযোগ। এর প্রতিবাদে তখন রাস্তায় নামে হাজার হাজার মানুষ। এর পরের বছরে তাকে জেল দেয়া হয়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status