ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

অবৈধভাবে জ্যামার, নেটওয়ার্ক বুস্টার বিক্রি করতো ওরা

স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২২, সোমবার

কোথাও ডাকাতি বা দুর্বৃত্তের হামলা হলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ফোন করে সাহায্য নিতে পারেন। কিন্তু, এমন গুরুত্বপূর্ণ সময়ে  যদি মোবাইলে নেটওয়ার্ক না থাকলে ভুক্তভোগীর বিপদের শঙ্কা আরও বাড়ে, সেই সঙ্গে তা অপরাধীকেও পালিয়ে যেতে সাহায্য করে। এমন ‘সুবিধা’ পেতে ‘নেটওয়ার্ক জ্যামার’ ব্যবহার করে থাকে অপরাধী চক্র। অবৈধভাবে এই মোবাইল জ্যামারসহ এন্টেনা, কেবল ও নেটওয়ার্ক বুস্টার বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
গতকাল ভোরে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবু নোমান (২৮) ও সোহেল রানা (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল নেটওয়ার্কের চারটি জ্যামার, জ্যামার এন্টেনা ২৪টি, পাওয়ার কেবল তিনটি, মোবাইল নেটওয়ার্ক বুস্টার তিনটি, বুস্টার এর আউটডোর এন্টেনা ৯টি, বুস্টারের ইনডোর এন্টেনা ২৬টি, বুস্টারের কেবল ৩৭টি ও একটি ল্যাপটপ। গতকাল দুপুরে রাজধানীর কাওরান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব কথা জানান। 
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্যামার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত নোমানের আইটি স্টল ডটকম ডটবিডি নামে ই-কমার্স ওয়েবসাইট ও ফেসবুক পেজ রয়েছে। যার মাধ্যমে তারা আইপি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা ও ইলেকট্রনিক যন্ত্রাংশ এর পাশাপাশি উচ্চমূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে  নেটওয়ার্ক বুস্টারসহ এর যন্ত্রাংশ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিক্রি করে আসছিল। তাদের ক্রেতা ছিল বিভিন্ন বহুতল ভবনের বাসিন্দা ও মসজিদ কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, অপরাধীরাও অপরাধ সংঘটনের উদ্দেশ্যে উচ্চমূল্যে এসব অবৈধ ডিভাইস কিনতো বলেও জানান তিনি। র‌্যাবের এই কর্মকর্তা জানান, বৈধ আমদানিকারকের মাধ্যমে অধিক পরিবহন মূল্য পরিশোধ করে বৈধ মালামালের আড়ালে তারা এসব অবৈধ যন্ত্রাংশ এনে অনলাইন প্ল্যাটফরমে উচ্চমূল্যে বিক্রি করতো তারা।
তিনি আরও জানান, জ্যামার ব্যবহার করে অপরাধ করলে ভিকটিম আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে চাইলে কোনো মোবাইল নেটওয়ার্ক পান না।

বিজ্ঞাপন
আর এভাবেই অপরাধীরা নিজেদের আড়াল করে নির্বিঘ্নে অপরাধ করে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়াও কোনো স্থানে জ্যামার থাকলে আশপাশে নেটওয়ার্ক সংযোগ পাওয়া যায় না। অবৈধ বুস্টার ও রিপিটার একই ধরনের সমস্যা করে। এ ধরনের অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার যে জ্যামার এন্টেনা, মোবাইল নেটওয়ার্ক বুস্টার, বুস্টারের আউটডোর এন্টেনা, বুস্টার  কেবলসহ যন্ত্রাংশ সরবরাহ ক্রয়-বিক্রয় বাংলাদেশ  টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইন ২০২১ এর লঙ্ঘন করা হয়েছে। 
গ্রেপ্তারকৃতরা এসব জ্যামার নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করতো কিনা প্রশ্ন করা হলে তিনি জানান,  গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য প্রশ্নের উত্তরে তিনি জানান, তারা এসব জ্যামার সমুদ্রপথে আমদানি করেছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ অপারেশন অফিসার বিনা রানী দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status