ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

আমদানি-রপ্তানি সার্টিফিকেটের মেয়াদ বাড়লো

স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২২, শুক্রবার

ব্যবসা সহজ করার উদ্দেশ্যে বিদ্যমান আমদানি-রপ্তানি লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব নুসরাত আইরিন স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। গত ২৮শে  সেপ্টেম্বর মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে বিদ্যমান লাইসেন্স রেজিস্ট্রেশনসমূহের নবায়নের মেয়াদ বাড়ানো’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত মোতাবেক এ পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ইআরসি) মেয়াদ ১ (এক) বছরের পরিবর্তে ৫ (পাঁচ) বছর পর্যন্ত নির্ধারণ করা হলো। সংশ্লিষ্ট আবেদনকারী তার প্রয়োজন অনুযায়ী ১ থেকে ৫ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের আইআরসি ও ইআরসি গ্রহণ করতে পারবেন। ওই পরিপত্রে আরও বলা হয়, আইআরসি ও ইআরসি’র ইস্যু নবায়নের তারিখ থেকে মেয়াদ ধরা হবে এবং আইআরসি ও ইআরসি গ্রহণকারী ব্যক্তি, প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী সার্টিফিকেট ইস্যু/নবায়ন ফি জমা দিতে হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status